Eskaymovies এক সঙ্গে১৮ টি বাংলা ছবি মুক্তির দিন ঘোষণা করল কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ : দেখুন ভিডিও

0
151

সঙ্গীতা চৌধুরী , কলকাতা : কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে ২০২৫ সালের জন্য ১৮টি সিনেমা নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

ছবিগুলি মুক্তির তারিখ ঘোষনা করল ‘ এসকে মুভিজ’। বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা দারুণ সুখবর। সোমবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে চাঁদের হাট বসে।  প্রায় গোটা টলিউড সেই বিশেষ অনুষ্ঠানের সাক্ষী ছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল, শাশ্বত চট্টোপাধ্যায়, রাইমা সেন, রিয়া সেন, অনন্যা চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি, চুর্ণী গাঙ্গুলি, অঙ্কুর, ঐন্দ্রিলা, দর্শণা, দিতিপ্রিয়া রায়, রাজনন্দিনী দত্ত, অনুপম রায়, লগ্নজিতা সহ ওপার বাংলার  অভিনেতা শাকিব খান ও পরিচালক অনন্য মামুন। দেখুন ভিডিও

এসকে মুভিজের সূত্রে জানা গেছে এই ১৮ টি ছবির শুটিং  এর  বেশির ভাগ টাই লন্ডনে হয়েছে। দু বছরের বেশি সময় ধরে কাজ হওয়ার পর ছবিগুলি মুক্তির পথে।

স্বভাবতই শিল্পীদের মুখে খুশির ছোঁয়া। এতে বিভিন্ন ঘরানার ছবি রয়েছে। কমেডি, পারিবারিক, প্রেম, রহস্য, ভয়- এরকম নানা স্বাদের ছবি। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, জীতু কমল, দিতিপ্রিয়া, দর্শণা বনিক, রাজনন্দিনী দত্ত প্রমুখের অভিনীত একাধিক ছবি আছে এই তালিকায়। এসকে মুভিজের হাত ধরে পরমব্রত ও রাইমা জুটিকে আবার দেখা যাবে। চলতি বছরের শেষ থেকে ২০২৬ সাল পর্যন্ত ছবি মুক্তির তারিখ ঘোষনা করা হয়।

ছবিগুলো হলো- ‘রবীন্দ্র কাব্য রহস্য ‘, ‘অপরিচিত’, ‘অন্নপূর্ণা’, ‘বাবুসোনা’, ‘যদি এমন হতো’, ‘সান্টা’, ‘ আবার হাওয়া বদল’, ‘ উড়াঞ্চু’ , ‘গৃহস্থ’, ‘সরলক্ষ্য হোমস’, ‘ডিয়ার ডি’ প্রমুখ ।

শাকিব খান অভিনীত বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি  ‘দরদ’  মুক্তি পাচ্ছে বলে নিজেই জানান অভিনেতা ।

ছবিগুলো মুক্তি পাওয়ার সময় থেকে বাংলা ছবির জগতে একটা অন্য হাওয়া বইবে এমনটাই আশা করছেন কলাকুশলীরা।

Previous articleSchool Student Died in Road Accident দুটি বাসের রেষারেষি, দুর্ঘটনায় প্রাণ গেল তৃতীয় শ্রেণির পড়ুয়ার, সল্টলেকে পথ অবরোধ বাস ভাঙচুর : দেখুন ভিডিও
Next articleBhatpara আকাশ-ভিকির পর এবার অশোক! ভাটপাড়ার তৃণমূল নেতা খুনে পুরনো শত্রুতা দেখছে পুলিশ দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here