দেশের সময় ওয়েবডেস্কঃ আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের প্রবণতায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতে যাচ্ছেন। আর বুধবার সেই ইঙ্গিত স্পষ্ট হতে সরকারিভাবে ফল ঘোষণার আগেই ‘ভারতবন্ধু’ ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এক এক্সবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, আন্তরিক অভিনন্দন আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প। আপনার এই ঐতিহাসিক জয়ের জন্য আপনাকে শুভেচ্ছা জানাই।
মোদী আরও লিখেছেন, আপনি যেভাবে আপনার পূর্ববর্তী জমানায় সাফল্য গড়ে তুলেছেন, সেভাবেই আমি আপনার ভবিষ্যৎ সাফল্য কামনা করি। ভারত-মার্কিন সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক যেন পুনর্গঠিত হয়। আন্তর্জাতিক ও কৌশলগত অংশীদারিত্বে আমাদের সহযোগিতা আরও বাড়বে বলে আশা করি আমি।
https://x.com/narendramodi/status/1854075308472926675?t=42mqM00o4ueQSKJyRxAo5Q&s=19
ট্রাম্পের উদ্দেশে মোদী বলেন, আমরা পরস্পরে মিলে আমাদের দুদেশের মানুষের জন্য আরও উন্নয়নের কাজ করে যাব। পাশাপাশি বিশ্বশান্তি, স্থায়িত্ব ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাব, এই আশা রাখি।
বুধবার ভোটগণনার প্রথম থেকে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের তুলনায় এগিয়ে থেকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দোরগোড়ায় পৌঁছে যান ট্রাম্প।
দ্বিতীয়বার হোয়াইট হাউসের অধীশ্বর হতে চলা ট্রাম্প এই জয়কে স্বাধীনতা ও গণতন্ত্রের বিপুল জয় বলে ব্যাখ্যা করেন। তিনি আরও বলেন, অনেকে বলে থাকেন যে, ঈশ্বর আমার প্রাণরক্ষা করেছেন একটি বিশেষ উদ্দেশ্য। আর তা হল দেশকে রক্ষা করার কাজের জন্য। আমার সরকার পরিচালনা একটাই লক্ষ্য থাকবে, তা হল যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পালন করে যাব। এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে।
এই মুহূর্তের গতিপ্রকৃতি অনুযায়ী কমলার দলের সঙ্গে বেশ কিছুটা দূরত্ব অর্জন করে সংখ্যাগরিষ্ঠ হতে চলেছেন ট্রাম্প। ভারতীয় সময় দুপুর আড়াটে পর্যন্ত হ্যারিসের পাল্লায় ২২৪ এবং ট্রাম্পের মুঠোয় যেতে চলেছে ২৬৭টি আসন।
মার্কিন প্রেসিডেন্ট পদে বসার জন্য মোট ৫৩৮টির মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ২৭০টিতে জিততে হবে কোনও প্রার্থীকে। এখনও পর্যন্ত ট্রাম্পের পকেটে রয়েছে ৫১.২ শতাংশ এবং কমলা পেয়েছেন ৪৭.৪ শতাংশ সমর্থন।
ভোটের জয়-পরাজয় সম্পর্কে ট্রাম্প বলেছেন, যদি পরিচ্ছন্ন ভোট হয়ে থাকে তাহলে তিনি পরাজয় মেনে নিতে রাজি আছেন। তবে ইভিএমের কারচুপি নিয়ে শাসক ডেমোক্র্যাটদের বিঁধে রেখেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প অবশ্য জেতার বিষয়ে অত্যন্ত নিশ্চিত। তাঁর দাবি, হোয়াইট হাউসে দ্বিতীয়বারের জন্য তিনিই ফিরছেন।
ইতিমধ্যেই সেনেটের অর্থাৎ দুই কক্ষবিশিষ্ট মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের দখল পেয়েছে রিপাবলিকানরা। যার ফলে আগামী বছর মার্কিন কংগ্রেসের একটি কক্ষে নিয়ন্ত্রণে থাকবে ট্রাম্পের দলের। হাউস অফ কমন্স অথবা নিম্নকক্ষ জনপ্রতিনিধিসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮। সেখানে ট্রাম্পের দল এগিয়ে রয়েছে ১৯৪টিতে এবং ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে ১৭৬টিতে।