দেশের সময় কলকাতা : বিজেপির প্রার্থিতালিকা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের ছয় আসনে উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। শাসকদল সূত্রে খবর, স্থানীয় নেতৃত্বের উপরই ভরসা রাখা হয়েছে উপনির্বাচনে।
রাজ্যের ৬টি বিধানসভায় উপ নির্বাচন হতে চলেছে নভেম্বরে। ওই ৬টি আসনে রবিবার দলের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল তৃণমূল।
সিতাই-
সঙ্গীতা রায় (তৃণমূল), দীপক কুমার রায় (বিজেপি)
মাদারিহাট-
জয়প্রকাশ তোপ্পো (তৃণমূল) ,রাহুল লোহার (বিজেপি)
নৈহাটি-
সনৎ দে (তৃণমূল), রূপক মিত্র (বিজেপি)
হাড়োয়া-
এস.কে রবিউল ইসলাম (তৃণমূল), বিমল দাস (বিজেপি)
মেদিনীপুর-
সুজয় হাজরা (তৃণমূল), শুভজিৎ রায় (বিজেপি)
তালডাংরা-
ফাল্গুনী সিংহবাবু (তৃণমূল), অনন্যা রায় চক্রবর্তী (বিজেপি)
বস্তুত, হাড়োয়া থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের মেজো ছেলে। জেলা পরিষদের সদস্য হয়েছিলেন। তবে ২০২৪ শুরুতে পদত্যাগ করেন। অপরদিকে মেদিনীপুরের সুজয় হাজরা হলেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি। একসময় এই সুজয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। তালডাঙরার তৃণমূল প্রার্থী পেশায় শিক্ষক।পাশাপাশি দলের ব্লক সভাপতিও।