পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল শিল্পপতি রতন টাটার শেষকৃত্য। মুম্বইয়ের ওরলিতে দেহ আনার পরে গার্ড অফ অনার দেওয়া হয় মুম্বই পুলিশের তরফে। বৃহস্পতিবার রতন টাটার অন্ত্যেষ্টিতে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দেশের বাইরে। কেন্দ্রীয় সরকারের তরফে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।
বৃহস্পতিবার ওরলিতে শেষকৃত্য হওযার আগে রতন টাটার মরদেহ রাখা হয়েছিল মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে এনসিপিএ লনে। প্রয়াত শিল্পপতিকে শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় উপচে পড়ে সাধারণ মানুষ থেকে তারকা সকলেরই। এই এনসিপিএ-লনে রতন টাটাকে শ্রদ্ধা জানাতে আসে তাঁর পোষ্য গোয়া।
রতন টাটার স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর এই সারমেয়-প্রীতির কথা বলেছেন এমএনএস প্রধান রাজ ঠাকরে। টাটার তাজ হোটেলে, টাটার মূল অফিসে সব সময় খোলা থাকত পথকুকুরদের জন্য। স্মৃতিচারণ করতে গিয়ে সেই প্রসঙ্গ তোলেন তিনি। এদিন হাজার হাজার মানুষ এনসিপিএ লনে উপস্থিত হয়েছিলেন শ্রদ্ধা জানানোর জন্য। তারপরে সেখান থেকে ওরলিতে নিয়ে যাওয়া হয় তাঁর মরদেহ।
রতন টাটা পার্সি ছিলেন। তাঁর শেষকৃত্য পার্সি রীতিনীতি মেনেই হয়েছে বলে জানিয়েছেন পুরোহিত। অন্ত্যেষ্টির পরে নিয়ম মেনে ৩দিন ধরে চলবে নানা রীতি। দক্ষিণ মুম্বইয়ের কোলাবায় রতন টাটার বাড়িতে পালন করা হবে সেই নিয়ম।