আচমকা ষষ্ঠীর সন্ধ্যায় ঝড়ো হাওয়ার দাপট সঙ্গে বৃষ্টি । হাওয়ার দাপটে ভেঙে পড়লো রাস্তার ওপর তৈরি অস্থায়ী আলোর তোরণ । অবরুদ্ধ হয়ে পড়ে বনগাঁ বাগদা সড়ক । ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় বনগাঁ থানার কলমবাগান মোড় এলাকায় । দেখুন ভিডিও
জানা গিয়েছে ঝড়ো হাওয়ায় বনগাঁ বাগদা সড়কের কলমবাগান বাজারে স্থানীয় ক্লাবের তৈরি দুর্গা পুজোর আলোর তোরণ রাস্তার উপরে ভেঙে পড়ে যায় তার জেরে বেশ কিছুক্ষণ যানচলাচল বন্ধ হয়ে যায় বনগাঁ বাগদা সড়কে । পুলিশ প্রশাসনের সঙ্গে স্থানীয় মানুষের সহযোগিতায় ভেঙে যাওয়া তোরণ দ্রুত সরিয়ে দেওয়ায় পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়েছে ।
প্রসঙ্গত টানা নিম্নচাপের পর দিন কয়েক আগে থেকে আকাশ পরিষ্কার হয়েছে । হাসি ফুটেছিল পুজো উদ্যোক্তাসহ আপামর বাঙালির চোখে মুখে ।
কিন্তু ফের বাদ সাধলো বৃষ্টি । ষষ্ঠীর সন্ধ্যা থেকে লাগাতার ঝড়ো হাওয়া বৃষ্টিতে ফের তাল কাটলো উৎসব প্রেমী বাঙালির ।