মধ্য কলকাতার থিমের পুজো মানেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। আর এই পুজোই এবার তাক লাগাচ্ছে সকলকে। প্রসঙ্গত, সজল ঘোষের পুজো হিসেবে বিখ্যাত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রতিবারই কিছু না কিছু অভিনব থিমের আয়োজন করে। গত বছর রামমন্দিরের থিম করে আট থেকে আশি সকলকেই চমকে দিয়েছিল এই পুজো। চলতি বছরও তার অন্যথা হচ্ছে না। এই বছর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘সাম্য়ের বার্তা’। তবে বার্তা দেওয়ার জন্য যেভাবে মণ্ডপ সাজানো হয়েছে, তাতে চোখে ধাঁধা লেগে যাচ্ছে ।
লাস ভেগাসের থিম
মধ্য কলকাতার এই পুজোয় গত বছর বিশাল সংখ্যক মানুষ ভিড় জমিয়েছিলেন রামমন্দির দেখার জন্য। চলতি বছরও তেমন ভিড় উপচ পড়ছে ইতিমধ্যেই সন্তোষ মিত্র স্কোয়ারে। কারণ এই বছর পুজোর থিম মার্কিন যুক্তরাষ্ট্রেরে লাস ভেগাস (Las Vegas Sphere) শহরের বিখ্যাত আলোর গোলক বা স্ফিয়ার।দেখুন ভিডিও
11D-এর ঝলক দেখতে পাচ্ছেন দর্শকরা
https://youtu.be/V9K3PBmablQ?si=NwtdRPDtC__C1g3A
এর আগে 3D, 5D, 7D-এর পুজো দেখেছে কলকাতা। এবার সরাসরি দেখতে চলেছে 11D-এর ঝলক। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় যে লাইট শো এবার চলছে, তা আদতে 11D-এর ঝলক চোখ ধাঁধানো ঝলক। উদ্যোক্তাদের কথায়, মোট ১১ দিক থেকে দেখা যাবে মা দুর্গার নানা প্রতিচ্ছবি। মহামায়ার অসীম শক্তির পরিচয় ফুটে উঠবে এই লাইট শোতে। তাই একে বহুমাত্রিক 11D বলা হচ্ছে।