অর্পিতা বনিক দেশের সময় একদিকে যখন প্রতিমা গড়ছেন অন্যদিকে তখন বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে একের পর এক প্রতিমা । তার উপরে মাঝে মধ্যেই লোডশেডিং হওয়ায় মোমবাতি জ্বালিয়ে ফের প্রতিমা তৈরির চেষ্টা করছেন কারিগরেরা I এমনই দৃশ্য দেখা গেল উত্তর ২৪ পরগনার বনগাঁর শিমুলতলার পটুয়া পাড়ায় ।
প্রতিমা শিল্পীদের প্রশ্ন এখন একটাই, পুজোটাও কি মাটি হবে বৃষ্টিতে? দেখুন ভিডিও
শুক্রবারই দুর্গাপুজোর আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৫ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ৯ তারিখ পর্যন্ত প্রতিটি জেলাতেই বৃষ্টি হতে পারে। ১০ থেকে ১৩ তারিখ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে। এই সময়ের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।
বর্ষার মৌসুমি বায়ু এখনও সক্রিয় রয়েছে। সেই কারণে দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে কখনও কখনও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি।
এদিকে আর মাত্র দু দিন পরেই মহালয়া তাই হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস মাথায় রেখে প্রতিমা শিল্পীরাও সতর্ক রয়েছেন প্রতিমাকে প্লাসটিকে ঢেকে দিন রাত কাজ করছেন মহালয়ার আগেই মন্ডপে মন্ডপে প্রতিমা পোঁছে দেওয়ার জন্য ।