দেশের সময় কলকাতা : আর জি কর মেডিক্যাল কলেজের ডাক্তার তিলোত্তমার নৃশংস হত্যাকাণ্ড এবং স্বাস্থ্য দফতরের চরমতম দুর্নীতির ন্যায্য তদন্ত ও বিচারের দাবীতে জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনে সামিল হয়েছেন কোভিড সেবাযোদ্ধা পথমূকাভিনয় শিল্পী সুজিত কুমার দাস। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সন্তান ও পশ্চিমবঙ্গের বিখ্যাত মূকাভিনয় ও থিয়েটার শিল্পী সুজিত কুমার দাস কোলকাতার সল্টলেকের সেক্টর ফাইভে স্বাস্থ্য দফতরের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান স্থলে অসাধারণ ব্যঞ্জনায় তিলোত্তমার হত্যাকাণ্ডের বর্ণনা ও তার ন্যায্য বিচারের বিষয় মূকাভিনয়ে ফুটিয়ে তুলেছেন।তার এই পারফরম্যান্স আন্দোলনকারী ডাক্তারদের ভীষণ উৎসাহ প্রদান করেছে। দেখুন ভিডিও
এছাড়া আন্দোলনে আসা বহু সমর্থন প্রদানকারী বিভিন্ন স্তরের মানুষজন সুজিত কুমার দাস এর এই মহতী প্রচেষ্টার ভুয়সী প্রশংসা করেছেন। সুজিত কুমার দাস জানিয়েছেন যে, তিনি থিয়েটার ও মূকাভিনয় শিল্পী তথা তিলোত্তমা অভয়ার একজন দাদা হিসাবেই এই আন্দোলনে এসেছেন এবং সামাজিক দায়বদ্ধতার মনোভাব থেকে তিনি মূকাভিনয় শিল্পমাধ্যমে তার প্রকাশ করেছেন। তিনি মূকাভিনয়ের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর প্রতি অনুরোধ রেখেছেন তিলোত্তমা কান্ডের সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার করে সমাধান করবার জন্য।