RG Kar News: ছবি এঁকে আরজিকর কান্ডের প্রতিবাদ জানালেন বেঙ্গল ফাইনআর্টস কলেজের ছাত্র – ছাত্রীরা: দেখুন ভিডিও

0
754
অপির্তা বনিক, দেশের সময়

বনগাঁ : ছবি এঁকে আরজিকর কান্ডের প্রতিবাদ জানালেন চিত্রশিল্পীরা বুধবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়ার বেঙ্গল ফাইনআর্টস কলেজ এর পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয় । জানা গেছে এদিন দুপুর ১:৩০টা থেকে কলেজের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল বের হয় এরপর মিছিলটি স্থানীয় বাজার ঘুরে চাঁদপাড়া স্টেশন পৌঁছায় । দেখুন ভিডিও

তারপর স্টেশনের ৩ নং প্লাটফর্মে কলেজের ছাত্র ছাত্রীরা তাঁদের তুলির টানে ‘তিলোত্তমার’ অপরাধীদের শাস্তির দাবিতে ছবি আঁকলেন । শিল্পীদের তুলির টানে স্পষ্ট হল ‘তিলোত্তমা’ -র নির্যাতন ও যন্ত্রণার প্রেক্ষাপট | শিল্পীদের দাবি ‘তিলোত্তমা’ -র অপরাধীদের চরম শাস্তি হোক ।

Previous articleBangladeshএবার আন্দোলনে বাংলাদেশের চিকিৎসকরা : দেখুন ভিডিও
Next articleKankurgachiমধ্যরাতে ভয়াবহ আগুন কাঁকুরগাছির লোহাপট্টির একাধিক কারখানায়: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here