Khuti Puja:শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগার এর কালীপুজো থিম প্রকাশিত হল খুঁটি পুজোয়

0
286
অর্পিতা বনিক, দোশের সময়

দেখুন ভিডিও

প্রায় ৪১ বছর ধরে নদিয়া জেলা তথা গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছে শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগার এর কালীপুজো। এবারের দুর্গোৎসবের আগেই শুভ সূচনা ঘটে গেল খুঁটি পুজোর হাত ধরে।

সোমবার অর্থাৎ ৫ আগস্ট সকাল ১১টা নাগাদ নদিয়ার শিলিন্দা গ্রামের প্রাণকেন্দ্রে খুঁটি পুজোর আয়োজন করেছিল শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারে।

ঐতিহ্য এবং স্থানীয় মানুষের উন্মাদনাকে সম্মান জানিয়ে গত ৪২ বছর ধরে কালীপুজো করছে শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগার। চলতি বছরে তাদের পুজো ৪৩ বছরে পা দিতে চলেছে। আর এই বছরে শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের পুজোর থিম ‘পঞ্চতীর্থ’।

আর খুঁটি পুজোর অনুষ্ঠানে স্থানীয় মানুষ সহ ক্লাব সদস্যরা সকলেই একসঙ্গে যোগদান করেছিলেন। জায়গাটিকে সুন্দর ভাবে সাজানো হয়েছিল।

প্রসঙ্গত খুঁটি পুজোর এই রীতি প্রাচীন সময় থেকেই চলে আসছে। এর হাত ধরেই শুভ সূচনা ঘটে পুজোর প্যান্ডেল তৈরির। সেই সঙ্গে এটা পুজোর সূচনারও প্রতীক বটে! মাসের পর মাস ধরে প্যান্ডেল বাঁধার কাজ শুরু করার শুভারম্ভ আজকের দিনে দাঁড়িয়ে একটি সমকালীন উদযাপনও হয়ে উঠেছে।

শিলিন্দা বিবেকানন্দসংঘ ও পাঠাগার এর সদস্যদের কথায়,শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারে সর্বজনীন কালীপুজোর খুঁটি পূজার জন্য আমারা অত্যন্ত আনন্দিত। আমাদের জন্য এটা এক বিশেষ অনুষ্ঠান। ফলে সকলের জন্য তা স্মরণীয় করে রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। উৎসবের প্রস্তুতির জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে কাজ করছি। যাতে সেই উৎসবের আনন্দে সকলেই মেতে উঠতে পারেন। সকলে যাতে এই উৎসবে যোগদান করেন, সেটাই আমাদের কাম্য।”

খুঁটি পুজো উপলক্ষ্যে এদিন উপস্থিত অতিথিদেরকে উত্তরীও এবং ম্মারক দিয়ে সংবর্ধিত করা হয় ক্লাবের পক্ষ থেকে৷ সেই সঙ্গে অনলাইন ডিজিটাল মাধ্যমে এবারের পুজোর থিম তুলে ধরা হয় সাধারণ দর্শকদের জন্য৷ I

Previous articleIndia Bangladesh Border : চোখে জল, মনে আতঙ্ক নিয়ে ভারতে প্রবেশ বাংলাদেশীদের!পেট্রাপোল সীমান্তে বিএসএফ-র ডিজি,অনুপ্রবেশের আশঙ্কায় কড়া নজরদারি: দেখুন ভিডিও
Next articlePetrapoleপ্রাণ বাঁচাতে হোটেলের ৪ তলা থেকে ঝাঁপ ভারতীয় যুবকের, দুটি ভাঙা পা নিয়ে পেট্রাপোল সীমান্তে পোঁছাল দুই ভাই: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here