Board of Secondary Educationআর মাত্র কয়েক ঘণ্টা পরেই মাধ্যমিকের ফল প্রকাশ, কোন কোন সাইটে দেখতে পাবেন রেজাল্ট

0
1197

দেশের সময় কলকাতা বৃহস্পতিবার প্রকাশিত হবে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। 
এবার মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। অর্থাৎ ৮০ দিনের মধ্যে মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। স্বভাবতই অধীর আগ্রহে অপেক্ষায় পরীক্ষার্থীরা।

২০২৪-এ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখের সামান্য বেশি। মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে রেজাল্ট প্রকাশ করা হবে। পর্ষদের  অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল।

পর্ষদ সূত্রে জানানো হয়েছে, ফলাফল জানা যাবে-  wbbse.wb.gov.in এবং Wbresults.Nic.In -এ ক্লিক করে।

প্রসঙ্গত,  ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট চলবে ১ জুন অবধি। ফলে ভোটের আবহে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে কিনা সে নিয়ে সংশয় ছিল।

তবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের জন্য মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তাই মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে।

অন্যদিকে এ বছর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। ফল প্রকাশ হবে ৮ মে অর্থাৎ ৬৯ দিনের মাথায় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল।

Previous articleWeather update: আজ রাতেই কি ঝড়-বৃষ্টি ? কলকাতা সংলগ্ন একাধিক জেলায় সতর্কতা জারি
Next articleDocumentary film ‘History of Bongaon City’ Coming in 2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here