Lok Sabha Election 2024ফের নির্বাচনী প্রচারে বঙ্গে আসছেন নরেন্দ্র মোদী

0
126

দেশের সময় লোকসভা ভোটের দু’ দফা মিটেছে সবে। বাংলার ৪২ টি আসনের মধ্যে উত্তরবঙ্গের ৬ কেন্দ্রে নির্বাচন হয়ে গিয়েছে। আগামী ৭ মে উত্তরে দুই আসনের সঙ্গে ভোটগ্রহণ শুরু দক্ষিণবঙ্গেও। আর তার আগে ফের বঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


লোকসভা ভোটের আগে মার্চ-এপ্রিল মিলিয়ে আগে ৭ বার বাংলায় এসেছেন নরেন্দ্র মোদী। আগামী ৩ মে ফের বাংলায় নির্বাচনী সভা করবেন তিনি। গেরুয়া শিবিরের খবর অনুযায়ী, ওই দিন কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বোলপুরে জনসভা করার কথা নরেন্দ্র মোদীর।

২০১৯ লোকসভা ভোটের তুলনায় চব্বিশের নির্বাচনে বেশি আসন পেতে জোরকদমে চেষ্টা চালাচ্ছে বিজেপি। চলতি লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির হয়ে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ নেতারা।

নির্বাচনের দিন ঘোষণার আগে-পরে প্রধানমন্ত্রী নিজেই সাত বারের বঙ্গ সফরে ৯ টি সভা করেছেন। সেইসব প্রচার সভা থেকে সন্দেশখালি কাণ্ড সহ একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন তিনি। এবার উত্তরের পর দক্ষিণবঙ্গের প্রচারে আসছেন মোদী। একই দিনে তিনি কৃষ্ণনগর, বোলপুর ও বর্ধমানে তিনটি জনসভা করবেন বলে সূত্রের খবর।

কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর বিরুদ্ধে এবার ‘রাজমাতা’ অমৃতা রায়কে প্রার্থী করেছে বিজেপি। তিনি প্রার্থী হওয়ার পরই ফোনে ‘রাজমাতা’-র সঙ্গে কথা বলে লড়াইয়ের অনুপ্রেরণাও জুগিয়েছিলেন মোদী। অমৃতা রায়ের হয়েই ৩ মে কৃষ্ণনগরে নির্বাচনী প্রচার করবেন মোদী। এরপর বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহা এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের গেরুয়া প্রার্থী কবিয়াল অসীম সরকারের সমর্থনেও মোদীর জনসভা রয়েছে।

হাইভোল্টেজ লোকসভা ভোট। দিল্লি বিজেপি যে বাংলাকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে, তা বেশ স্পষ্ট। বিজেপি সূত্রের খবর, শুধু নরেন্দ্র মোদী নয়, এবার ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও পর পর সভা করবেন বাংলায়।

নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম আগেই শোনা গিয়েছিল। এবার আরও দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম উঠে এল বিজেপির লোকসভা ভোট প্রচারে। বিজেপি সূত্রের খবর, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বঙ্গে লোকসভার ভোট প্রচারে আসছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও আসছেন বাংলায়। পরপর দু’দিন হুগলিতে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে।

Previous articleWeather update মঙ্গলবারেও বৃষ্টির মঙ্গলবার্তার হদিস নেই! লু বইবে আজ কলকাতায়, ১১ জেলায় চরম তাপপ্রবাহের পূর্বাভাস
Next articleWeather update গরমে চূড়ান্ত সতর্কতা দক্ষিণবঙ্গের আট জেলায়, কবে আসবে কালবৈশাখী?‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here