সঙ্গীতা চৌধুরী, বনগাঁ: ২৮ এপ্রিল আত্মশক্তি ব্যায়ামাগারের উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজিত হলো বনগাঁর রেলবাজার নিকটবর্তী এলাকায়। রবিবার সকাল ১১ টা থেকে এই রক্তদান প্রক্রিয়া শুরু হয়। চলে বেলা ৩ টে পর্যন্ত। এদিন প্রায় ৫০ জন ব্যক্তি এই শিবিরে রক্ত দেন। দাতাদের মধ্যে অধিকাংশই ছিলেন এই ব্যায়ামাগারের শিক্ষার্থী। কিছু প্রাক্তন ছাত্রও ছিলেন। গত ৩ বছর ধরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। তবে শিবিরের জন্য গ্রীষ্মের সময়টাকেই বেছে নেওয়ার পেছনে এই সংগঠনের বিশেষ একটি উদ্দেশ্য আছে।
এ বিষয়ে আত্মশক্তি ব্যায়ামাগারের প্রশিক্ষক ও ওয়েস্ট বেঙ্গল বডিবিল্ডিং ফিটনেস ফেডারেশনের সহ সম্পাদক এবং বডি বিল্ডিং-এর ন্যাশনাল জাজ রাজীব সরকার জানালেন, ” এই সংস্থা স্থাপিত হয় ১৯৬৩ সালে। আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি নানা ভাবে। তাই বিগত কিছু বছর ধরে এই রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছি। প্রচন্ড গরমে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের খুব সমস্যা দেখা দেয়। সেজন্য আমরা সাধারণ মানুষের সাহায্যের উদ্দেশ্যেই এই শিবিরের আয়োজন করি।”