Weather update চরম তাপপ্রবাহের লাল সতর্কতা পাঁচ জেলায়, ৪১ ডিগ্রি ছাড়াতে পারে কলকাতায়, পারদ আরও চড়ার পূর্বাভাস

0
133

দেশের সময় কলকাতা দহনজ্বালা থেকে এখনই রেহাই নেই। আরও সাত দিন চরম তাপপ্রবাহের জ্বালা সইতে হতে পারে বঙ্গবাসীকে, এমনই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

দহনজ্বালা থেকে এখনই মুক্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের দুই জেলা— উত্তর দিনাজপুর এবং মালদহেও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট। তাপপ্রবাহের সতর্কতা জারির পর সেখানে ভোটদানের হার কম হবে কি না, তা নিয়ে চিন্তা বেড়েছে প্রশাসনের।

আলিপুর জানাচ্ছে, , আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে। গোটা দেশেই তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে আগামী কয়েকদিনে। অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে পশ্চিমবঙ্গ-সহ আরও ৮ রাজ্যে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার গরম আরও কয়েক ডিগ্রি বাড়বে। আজ কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

রিয়েল ফিল ৪৫ ডিগ্রি, অর্থাৎ গরমের অনুভূতি হবে ৪৫ ডিগ্রির। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা এখনই ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। দুদিন আগেও পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছিল ৪৪ ডিগ্রি, বাঁকুড়াতেও ৪৩-৪৪ ডিগ্রি।

দক্ষিণের মতো উত্তরও জ্বলছে। গরম থেকে রেহাই নেই পাহাড়ি জেলাগুলিরও। মালদহে পারদ চড়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বালুরঘাটেও ৪০ ছুঁয়েছে।

তাপপ্রবাহও হয়েছে এই দু’জায়গায়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও প্রচণ্ড গরম থাকবে বলে জানা গেছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী পাঁচদিনে তাপমাত্রা স্বাভাবিকের ৬ ডিগ্রি সেলসিয়াস উপরে উঠবে। ফলে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা আছে।

Previous articleRamkrishna Math রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ
Next articlePoetry দেশ এর কবিতা: মুহূর্তের বার্তালাপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here