সারা পৃথিবী জুড়ে মুসলিম ধর্মের মানুষরা অপেক্ষা করছেন কখন দেখা যাবে ইদের চাঁদ। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। সৌদি আরবে দেখা গেল ইদের চাঁদ।
এক মাস টানা রমজান মাস পালনের পর অবশেষে বুধবার মক্কায় মুসলিম ধর্মের মানুষরা মেতে উঠবেন ইদ-উল-ফিতরে। কলকাতা-সহ ভারতে ইদ-উল-ফিতরে অনুষ্ঠান হবে বৃহস্পতিবার। দেখুন ভিডিও
গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন বাজারে চলছে ইদের কেনাকাটা। অবশেষে ইদের নির্দিষ্ট দিন ঘোষণা হওয়ায় মুসলিম ধর্মের মানুষরা খুশিতে মেতে উঠেছেন।
সাধারণত চান্দ্রমাস স্থায়ী হয় ২৯ অথবা ৩০ দিন। সেই কারণে মুসলিমদের ইদের ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতেই হয় ইদ পালনের জন্য। অবশেষে চাঁদের দেখা পাওয়ায় এবার খুশির ইদে মেতে উঠেছেন তাঁরা ।