রবিবার দেবের সমর্থনে প্রচারে ঘাটালে রোড-শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই গাড়িতে একসঙ্গে দেখা গেল দেব এবং অভিষেককে। দেখুন ভিডিও
দেবের সমর্থনে ঘাটালে যাবেন অভিষেক, এটা পূর্বনির্ধারিতই ছিল বলেই তৃণমূলের অন্দরের খবর৷ লোকসভা নির্বাচনের প্রচারে তুমুল ব্যস্ত অভিষেক বন্দোপাধ্যায়৷ তবে তার মাঝেই ঘাটালে দেবের সঙ্গে লোকসভার প্রচার সারলেন তিনি৷
পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এবার হাইভোল্টেজ ভোট৷ নায়ক ভার্সেস নায়ক৷ দেবের বিপরীতে ঘাটালে বিজেপির প্রার্থী হিরণ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, এবার লোকসভা নির্বাচবনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে চলেছে ঘাটাল৷ ঘাটালের ময়দানে ভোটের আগেই জমে উঠেছে তৃণমূল সাংসদ দেব এবং বিজেপি বিধায়ক হিরণের লড়াই৷ দেবের সহকর্মী অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় প্রার্থী হচ্ছেন৷ ঘাটালে এর আগেও দু’বার ঘাটালের রাজনৈতিক ময়দানে জয়লাভ করেছেন দেব৷ তবে সহকর্মীর সঙ্গে লড়াই এই প্রথমবার৷
রবিবাসরীয় হাই ভোল্টেজ প্রচারে ঝড় উঠল ঘাটালে। নির্দিষ্ট সময় সাড়ে তিনটের আগেই দলীয় প্রার্থী তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের সমর্থনে ঘাটালে রোড শো শুরু করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । কারণ বিপুল জনসমাগম। সেই কারণে নির্ধারিত সময়ের আগেই রোড শো শুরু করেন অভিষেক। যতই রোড শো এগিয়েছে ততই বেড়েছে ভিড়। ছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া, শিউলি সাহা-সহ তৃণমূলের কয়েকজন নেতা-নেত্রী।
প্রসঙ্গত,দেব রাজনীতি ছাড়ার খবরে কয়েকদিন আগেও সরগরম হয়েছিল রাজনৈতিক মহল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মত বদলান অভিনেতা সাংসদ৷ তাঁকে পাশে নিয়েই প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দেব ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছিলেন, সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন, সেই দাবি মেনে নিয়েছেন মমতা৷ তার পর দেব বলেন, তিনি মমতার কাছে কৃতজ্ঞ, তাই তিনি তৃণমূলের হয়ে লড়বেন৷ মমতাও বলেন, ঘাটাল থেকেই লড়াই করবেন দেব৷
হাইভোল্টেজ ঘাটাল লোকসভা কেন্দ্রে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে এক লক্ষের বেশি ভোটে হারিয়েছিলেন তৃণমূলের প্রার্থী দেব। এবার দেবের বিরুদ্ধে আর এক অভিনেতা হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। ঘাটালে জোরকদমে প্রচার চালাচ্ছেন দুই তারকা প্রার্থী।
হিরণ প্রথম থেকেই দেবের বিরুদ্ধে নানারকম আক্রমণ করছেন। কিন্তু সেসবকে পাত্তা দিতে নারাজ তৃণমূল সাংসদ। প্রার্থী ঘোষণার পর থেকে ঘাটালের মাটি আঁকড়ে বসে আছেন তিনি। বর্তমান সাংসদ হলেও প্রচারে এতটুকু ঢিলেমি নেই তাঁর। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে শুনছেন তাঁদের সুখ-দুঃখের কথা। মিশে যাচ্ছেন সবার সঙ্গে। রাস্তার ধারের চায়ের দোকানে বসে চা খাচ্ছেন প্রায়ই।
ঘাটালে এবার সবচেয়ে বড় ইস্যু ‘ঘাটাল মাস্টার প্ল্যান’। দীর্ঘকাল ধরে কেন্দ্রের কাছে দরবার করেও কোন সুরাহা হয়নি। শেষ পর্যন্ত কেন্দ্র টাকা না দিলে রাজ্যেই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ করবে বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, ভাই দেবের আবদার মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিস্থিতিতে এদিন দেবের সমর্থনে ঘাটালে নির্বাচনী প্রচারে অভিষেক। নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন এলাকায় জনসভা এবং একই সঙ্গে দলের সাংগঠনিক সভা নিয়ে তুমুল ব্যস্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রোড শো-এর পরে তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন- সেদিকেই তাকিয়ে সবাই।