DEV: ‘তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই’, নির্বাচনী প্রচারে দেবের মুখে ‘আমার লোক, ওঁর লোক’

0
204


দেশের সময় ওয়েবডেস্ক: ‘গব্বর কে তাপ সে তুমহে এক হি আদমি বাচা সাকতা হ্যায়, খুদ গব্বর’, শোলে সিনেমার এই ডায়লগের ধরনেই এবার নির্বাচনী প্রচারে আত্মবিশ্বাসী দেখাল ঘাটালে তৃণমূলের সাংসদ দেবকে। ডেবরায় নির্বাচনী প্রচারে গিয়ে দেবের বার্তা, তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই। ধারেকাছে আর কোনো দল নেই। এর আগে নারায়ণগড়ের সভা থেকেও এই দাবি করেছিলেন অভিনেতা। এবার ডেবরা থেকেও এই দাবি জানালেন তিনি। শুক্রবার ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরা বাজার থেকে ডেবরা অডিটোরিয়াম হল পর্যন্ত রোড শো করেন দেব। রোড শোয়ের শেষে অডিটোরিয়ামে সভা করেন তৃণমূল প্রার্থী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে আত্মবিশ্বাসী দেখায় দেবকে। তাঁর দাবি. তৃণমূলকে হারানো সম্ভব একমাত্র তৃণমূলের পক্ষেই।

এরপরই ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থীর আরও সংযোজন, ‘সবাই পদ চায়, নেতা হতে চায়, আমার লোক-ওঁর লোক… কিন্তু কর্মীরা শুধু সম্মান চায়, এটা বুঝতে আমার বেশি সময় লাগেনি।’ ভোটের মুখে আচমকা দেবের মুখে এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। ‘তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই’ কিংবা ‘আমার লোক-ওঁর লোক’… এই মন্তব্যগুলির মধ্য দিয়ে কী বোঝাতে চাইলেন দেব? সে বিষয়টি অবশ্য সভায় আর খোলসা করেননি তিনি।

এর আগে নারায়ণগড়ের জনসভায় বলেছিলেন। ডেবরায় ভোটপ্রচারে এসেও একই কথা বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তাঁর দাবি, ‘‘তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই। ধারেকাছে আর কোনও দল নেই।’’ এমনকি, নেতা এবং কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে ডেবরা থেকে কেশপুরের চেয়ে বেশি ‘লিড’ পাবেন বলেও দাবি করলেন আত্মবিশ্বাসী তৃণমূলের তারকা প্রার্থী।

শুক্রবার ডেবরা বাজার থেকে ডেবরা অডিটোরিয়াম হল পর্যন্ত ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী দেবের সমর্থনে রোড-শো হয়। সেই কর্মসূচি শেষে ডেবরা অডিটোরিয়াম হলে একটি সভার আয়োজন করে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, ‘‘এই মুহূর্তে তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই।’’

দেবের এই মন্তব্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দলেরও ইঙ্গিত পাওয়া গিয়েছে। বস্তুত, গত কয়েক মাসে বার বার ঘাটাল লোকসভার বেশ কিছু জায়গায় ক্ষোভের ছবি দেখা গিয়েছে। লোকসভা ভোটের আগে সমস্যা মেটাতে তড়িঘড়ি পদক্ষেপ করছে তৃণমূল। সভায় দেব বলেন, ‘‘সবাই নেতা হতে চান। কিন্তু একটা জিনিস বুঝেছি। বড় জিনিস হল সম্মান। কর্মীরা সম্মান চান।’’ তিনি আরও বলেন, ‘‘আপনারা যা যা বলবেন, আমি তাই তাই করব।’’

২০১৪ সালের লোকসভা ভোটে কেশপুর থেকে ১ লক্ষ ১৭ হাজার ভোটের ‘লিড’ পেয়েছিলেন। ২০১৯-এ ‘লিড’ হয় ৯২ হাজারের। ঘাটালের তৃণমূল প্রার্থী আশাবাদী, কর্মীরা ঐক্যবদ্ধ হলে তিনি কেশপুরের থেকে ডেবরা থেকে বেশি ‘লিড’ পাবেন।

দেবের কথায়, ‘‘২০১৯ সালের অভিজ্ঞতা ভাল ছিল। আমি ভোট শিখেছিলাম। কেউ বলেছিলেন ৩০ হাজার লিড হবে। কেউ বলেছিলেন ৪০, কেউ বলেছিলেন ৫০ হাজার লিড হবে। ২০২৪ সালে এসে আমি একটি জিনিস শিখলাম…। ২০১৪-এ লোকসভা, ২০১৬ সালে বিধানসভা ভোটের সময় পার্টির হয়ে নানা জায়গায় ঘুরেছি।

২০২১ সালেও তাই করেছি। এই সময়ে দাঁড়িয়ে আমার মনে হয়েছে, তৃণমূলের সংগঠন সবচেয়ে শক্তিশালী। আমাদের ধারেকাছে কেউ নেই। আমার মনে হয়, তৃণমূলকে অন্য কোনও দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল।’’ দেবকে এ-ও বলতে শোনা যায়, ‘‘২০১৯ সালে কী হয়েছে, সেটা অতীত। তবে কর্মীরা যদি সংঘবদ্ধ হন ডেবরা যা লিড দেবে, তা কেশপুরকেও ছাপিয়ে যেতে পারে। আমরা সমস্ত অভিমান ভুলে গিয়ে এক হতে পারি। তবেই সেটা সম্ভব।’’

Previous articleNandadulal Mohanto: প্রয়াত মতুয়া সম্প্রদায়ের পিএইচডি গবেষক ডঃ নন্দদুলাল মোহন্ত
Next articleSouravসৌরভিত বাংলা,চিত্ৰশিল্পী সৌরভ শি এর আঁকা একশটির মত ছবি নিয়ে অ্যাকাডেমি অব ফাইন আর্টসে চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে ৩ এপ্রিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here