প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ ডা: সুবীর গাঙ্গুলির কথায়, গবেষণা অনুযায়ী প্রতি বছর ভারতবর্ষে প্রায় ১১ লক্ষ মানুষ ক্যানসারে আক্রান্ত হন নতুন করে । এই মুহূর্তে ভারতবর্ষে প্রায় ২৭ লক্ষ ক্যানসার আক্রান্ত মানুষ আছেন। পশ্চিমবঙ্গে প্রতি বছর নতুন করে ক্যানসার আক্রান্তের সংখ্যা প্রায় ৬৫ হাজার। এঁদের মধ্যে মাত্র এক তৃতীয়াংশ আধুনিক চিকিৎসার সুযোগ পান।
গত রবিবার কলকাতার গণেশ চন্দ্র এভিনিউর সুবর্ণ বণিক সমাজ হলে, মেডিকা হাসপাতাল ও সুবর্ণ বণিক সমাজের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল ক্যানসার সচেতনতা শিবির । এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ ডা: সুবীর গাঙ্গুলি ও মেডিকা হাসপাতালের অন্যান্য চিকিৎসকগণ।
এই অনুষ্ঠান সহযোগীতা করেছেন লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থ ইস্ট ও রোটারি ক্লাব অফ ক্যালকাটা সাউথ সেন্ট্রাল। দেখুন ভিডিও
এ কথা সকলের জানা যে, ক্যানসার রোগটা আজ সারা বিশ্বে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর কিছুটা কারণ আমাদের সচেতনাতার অভাব। ডাঃ গাঙ্গুলি এদিন কিছু উপসর্গের কথা বললেন
“দীর্ঘস্থায়ী একটানা কাশি বা স্বরভঙ্গ,
শরীরের কোনো রন্ধ্র থেকে অস্বাভাবিক রক্ত পাত ,
মহিলাদের স্তনে কোনো শক্ত মাংস পিন্ড,
মল মূত্র ত্যাগের অভ্যাসের হঠাৎ পরিবর্তন,
শিশুদের একটানা জ্বর বা রক্তাল্পতা, ইত্যাদি সম্পর্কে।”
ডাঃ গাঙ্গুলি এদিন আরও বলেন এখনও ক্যানসারের সঠিক কারণ জানা যায়নি তবে কিছু কিছু সতর্কতা নিতে উনি বলেছেন এদিন- যেমন তামাক জাতীয় পদার্থ বর্জন করা , জীবনযাত্রার ধারা ও মান পরিবর্তন,
সম্যক সচেতনতা ইত্যাদি।
ক্যানসার রোগের ভয়াবহতা অনস্বীকার্য, কিন্তু প্রথম দিকেই যদি রোগটিকে চিহ্নিত করা যায় তবে এই মারণ রোগটির ও নিরাময় সম্ভব ।
সুবর্ণবণিক সমাজ ১৯০৮ সাল থেকে নানা ধরনের সমাজ সেবা মূলক কাজ করে জাতি ধর্ম নির্বিশেষে। এই প্রথম তারা ক্যানসার সচেতনতা শিবির মানুষের সুবিধার্থে আয়োজন করেছিলেন ১০ মার্চ ।