দেশের সময়, কলকাতা: বসন্তের শুরুতেও বঙ্গে বৃষ্টির ‘কাঁটা’। গত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। সোমবারও তার অন্যথা হল না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবারও বৃষ্টি হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর। রবিবারের চেয়ে তাপমাত্রাও কিছুটা কমেছে সোমবার। দেখুন ভিডিও
দক্ষিণবঙ্গে শীত গেলেও বৃষ্টির খামখেয়ালিপনা যেন কোনওভাবেই যাচ্ছে না। মঙ্গলবার পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে।
পাশাপাশি মঙ্গলবার ফের একবার বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সপ্তাহের প্রথম দিনেই কি ভিজবে কলকাতা? তা নিয়ে উঠছিল প্রশ্ন। কিন্তু, সাধারণ মানুষকে স্বস্তি দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার শুষ্কই থাকবে কলকাতার আবহাওয়া। তাপমাত্রা খুব একটা বৃদ্ধির সম্ভাবনা নেই। অর্থাৎ ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে না সাধারণ মানুষকে।
উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। কিন্তু, বুধবার থেকে ফের একবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সেখানে তাপমাত্রা বুধবারের পর সামান্য কমতে পারে।
উল্লেখ্য, ওডিশা এবং ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎসহ হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সহ মধ্যভারতে শিলাবৃষ্টি সহ ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সপ্তাহের শুরুতেই। কেরালা ও দক্ষিণ ভারতের কিছু অংশে অস্বস্তিকর আবহাওয়া থাকবে।