দেশের সময় , কলকাতা: শীতের ইনিংস শেষ !
উত্তরবঙ্গে শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গ থেকে যে ধীরে ধীরে পাততাড়ি গোটাচ্ছে শীত, তা একপ্রকাশ স্পষ্ট। কিন্তু, শীত নিয়ে উদ্বেগের মধ্যেই ফের একবার বঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।
সোমবার থেকে গরম অনুভূত হবে রাজ্যজুড়ে। তবে শনি এবং রবি তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। দেখুন ভিডিও
সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। একইসঙ্গে ২০, ২১ এবং ২২ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের জেলাগুলিতে হতে পারে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে কলকাতা-সহ দুই বঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ থেকে ২২ ডিগ্রির মধ্যে। সর্বোচ্চ গড় তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশেপাশে। পশ্চিমের জেলাগুলিতে অবশ্য কিছুটা বেশি গরম অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।
জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি উচ্চচাপ বলয়। আর এর কারণেই সোমবার বা মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এর প্রভাব পশ্চিমের জেলাগুলিতে পড়ার সম্ভাবনা নেই।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২৯ ডিগ্রি। শনিবার এবং রবিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৩ থেকে ৯১ শতাংশের মধ্যে থাকবে।
মোটের উপর আগামী দু’দিন দার্জিলিং বাদে সারা রাজ্যের তাপমাত্রা আবহাওয়া শুষ্কই থাকবে। অল্প বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে। তবে সোম এবং মঙ্গলবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।