WB Budget 2024 সাসপেনশনের পথে হাঁটব না: মমতা, বিধানসভায় তুমুল হট্টগোল বিজেপির দেখুন ভিডিও

0
193

দেশের সময়, কলকাতা : বাজেট পেশের সময় রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতেই তুমুল হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। হইচই এমন জায়গায় পৌঁছে যায় যে অর্থমন্ত্রীকে বাজেট পেশ বন্ধ করে দিয়ে বসে পড়তে হয়। চিৎকার চেঁচামেচি এমন জায়গায় পৌঁছয় যে কে কী বলছেন তা ভাল করে শোনা যাচ্ছিল না‌।

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারবার বিরোধী বিধায়কদের সংযত হয়ে বসে পড়তে অনুরোধ করেন। কিন্তু কাজ হয়নি। এরপরেই নিজের আসন ছেড়ে উঠে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “এটা বিধানসভা। দিল্লির বিজেপি পার্টি অফিস নয়। বাজেট নিয়ে যখন বিতর্ক হবে তখন তাঁরা বলতেই পারেন।”

দৃশ্যতই ক্ষুব্ধ ও ক্রুদ্ধ মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “লোকসভায় ১৪৭ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। আমরা সেপথে হাঁটতে চাই না।” বিজেপি সদস্যদের উদ্দেশ্যে মমতা বলে ওঠেন, “আপনারা বাংলা বিরোধী। বাংলার ভাল চায় না বিজেপি।” অধ্যক্ষ বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে সতর্ক করেন।

ফের আরও একবার গোলমাল শুরু হলে মমতা বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বলেন, “বাজেট পেশ করতে না দিলে সাংবাদিক বৈঠক করতে দেব না।”

Previous articlePakistan General Election 2024: কারাগারে থেকেই ভোট দিলেন ইমরান খান, বেগুন প্রতীকে লড়ছেন ইমরানের ‘সেনা’রা, ভোট দিতে পারলেন না বুশরা বিবি
Next articleWest Bengal Budget 2024-25 কীভাবে এগোতে হয় দেখিয়ে দিয়েছে ‘মা মাটি মানুষের সরকার ,’ রাজ্যের বাজেটের পর বললেন মমতা , তীব্র সমালোচনা শুভেন্দুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here