দেশের সময় ,কলকাতা : শীত আছে আবার নেইও। তাপমাত্রা কখনও বাড়ছে, কখনও কমছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের ভ্রুকুটি। সবমিলিয়ে আবহাওয়ার মন যেত উথাল পাতাল। ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ প্রেম দিবস পার না হলে আবহাওয়ার মতি নাকি থিতু হবে না। দেখুন ভিডিও
আবহাওয়া দফতর জানিয়েছে সরস্বতী পুজো পর্যন্ত তাপমাত্রার ওঠানামা চলবে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। শীতের আমেজ সামান্য ফিরতে পারে সপ্তাহের শেষে। আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
আগামী তিন থেকে চার দিন সাময়িকভাবে তাপমাত্রার পারদ নামতে পারে। তবে নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কুয়াশার দাপট থাকতে পারে সকালের দিকে। তাপমাত্রা ওঠানামা করতে পারে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী তিন থেকে চার দিন সেভাবে আবহাওয়ার বদলের কোনও সম্ভাবনা নেই। মূলত শুষ্কই থাকবে আবহাওয়া। সকালের দিকে শহরে দৃশ্যমানতা কমবে কুয়াশার জন্য। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে পরিস্থিতি।
শহর কলকাতা থেকে শীত কার্যত উধাও। সকালের দিকে আকাশ থাকবে কুয়াশাছন্ন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়তে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই।
আজ, বুধবার সকালের দিকে কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ। উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই সকালে কুয়াশা। দু-এক জায়গায় ঘন কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতা ৫০০ মিটারে নেমে আসতে পারে দু-এক জেলায়। ওড়িশা ও ঝাড়খন্ড সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে।
শুষ্ক থাকবে শহর কলকাতার আবহাওয়া। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ।
আপাতত তিনদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বদলের কোনও সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে কিছুটা কমতে পারে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী দুই দিন সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছিল। বিশেষ করে উপকূলের জেলাগুলিতে। কিন্তু, বুধবার থেকে পরিষ্কার থাকবে আকাশ। তাপমাত্রার বিশেষ হেরফেরের কোনও সম্ভাবনা নেই।
দার্জিলিঙে চলবে বৃষ্টিপাত। কালিম্পঙে শিলাবৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকার সম্ভাবনা। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকাগুলিতে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
কার্যত শীত উধাও। সকালে কুয়াশা। পরে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আজ, বুধবার থেকে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা একটু করে কমবে আগামী তিন-চার দিন। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা নামার সম্ভাবনা। তবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা।