দেশের সময়, কলকাতা: রাত পোহালেই মকর সংক্রান্তি। এমন আবহে আগামী ৪৮ ঘণ্টা রাজ্যের একাধিক জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।মঙ্গলবারের দুপুরের পর থেকে ফের আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।
রবিবার সকাল থেকেই জাঁকিয়ে শীত গোটা বাংলায়। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পশ্চিমের জেলাগুলিও। কুয়াশায় ঢাকা উত্তরের জেলাও। ঘন কুয়াশায় ঢাকা ডুয়ার্স, দিনভর কনকনে শীত কলকাতাতেও।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিগত দুদিনে রাতের তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি সেলসিয়াস। পৌষ সংক্রান্তির আগে কলকাতার পারা ঘোরাফেরা করছে ১২ ডিগ্রির কাছে। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির ঘরে। রাত পোহালেই মকর স্নান। আগামী ৪ থেকে ৫ দিন শীতের এই দাপট থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমান ৪৪ থেকে ৯৬ শতাংশ। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। সিকিমেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের বিভিন্ন স্থানেও হতে পারে তুষারপাত।
আগামী ৪৮ ঘন্টা শৈত্য প্রবাহ চলবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কিছু অংশে।
সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়বে দার্জিলিঙের পার্বত্য এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের হালকা বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী দু-একদিনে রাজ্যে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমার সম্ভাবনা থাকছে। তবে মঙ্গলবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
কারণ, ১৬ জানুয়ারি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে। যার জেরে উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পাহাড়ের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১৭ ও ১৮ তারিখ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই বঙ্গে।
রবিবার শীতলতম দিন শিল্পাঞ্চল আসানসোলে। তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ৯ ডিগ্রিতে। সঙ্গে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় সকাল ৮টা পর্যন্ত শুনশান জাতীয় সড়ক। ঠান্ডার মাঝেই শহরে অনেককে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে পোহাতে দেখা গেল। শুধু আসানসোল নয়, রবিবার ছুটির সকালে একই রকম ছবি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
সোমবার থেকে বুধবারের মধ্যে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিংয়ে। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা।
আগামী ৪৮ ঘণ্টায় শৈত্য প্রবাহের সতর্কবার্তা রয়েছে রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে। বিহারেও শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিমের পার্বত্য এলাকাতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর, মোজাফফরাবাদ, লাদাখ হিমাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা।