দেশের সময় , কলকাতা: শীতের রাতে লেপ গায়ে দিয়ে ঘুমোতে যাওয়ার পর সকাল হওয়াক আগেই বদলে গিয়েছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর আগেই এই বদলের পূর্বাভাস দিয়েছিল। বড়দিন আসার আগে আরও পরিবর্তন হবে বলে জানা গিয়েছে।
কলকাতায় শীতের পোশাক সামগ্রী নিয়ে ভুটানিদের দোকানে দোকানে ক্রেতাদের ভিড়।- ছবি ধ্রুব হালদার ৷
উত্তুরে হাওয়ার সৌজন্যে কনকনে ঠান্ডা পড়েছে রাজ্য জুড়ে। তবে এই পরিস্থিতি বেশিদিন নয়। সপ্তাহের শেষেই শীতের প্রভাব কমতে পারে। পারদ চড়তে পারে দু-তিন ডিগ্রি। আগামী শুক্রবারের পর তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
ডিসেম্বরের শুরু থেকেই বেশ শীতের আমেজ শুরু হয়ে গিয়েছিল। কলকাতাতে খুব বেশি ঠান্ডা না পড়লেও জেলায় জেলায় শীতের আগমন বেশ অনুভূত হতে শুরু করেছে। তবে ফের উর্দ্ধমুখী হতে চলেছে পারদ। মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আবহাওয়ার এই পরিবর্তন বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃহষ্পতিবার পর্যন্ত শীতের কাঁপুনি বজায় থাকবে।
মঙ্গলবার সকালে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল। পরে প্রায় সর্বত্রই পরিষ্কার হয়ে আকাশ। আজ কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শীতের জোর কাপুঁনি অনুভূত হবে।
মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে। কোথাও ১০ ডিগ্রির নিচেও নামতে পারে পারদ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯১ শতাংশ। পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার তাপমাত্রা অনেকটাই কম থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে, আবহাওয়াবিদরা জানিয়েছেন যে আগামী দুদিন দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার তেমন হেরফের হবে না। শনি ও রবি ক্রমশ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। তবে উত্তরের জেলাগুলিতে শীতের আমেজ একই রকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।
উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কোল্ড প্যাসেজ। আগামী কয়েকদিনে উত্তর পশ্চিম ভারত ও মধ্য ভারতে তাপমাত্রা কমবে। পাঞ্জাব,হরিয়ানা, চন্ডিগড়, দিল্লী, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ উত্তর ছত্রিশগড় উত্তর ঝাড়খন্ড পশ্চিম বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এই কোল্ড প্যাসেজের আওতায় পড়ছে। এই কোল্ড প্যাসেজের তাপমাত্রা ৫ ডিগ্রী থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বর্তমানে ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার উপরে। আরো একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ ভারতের কোমোরিন এলাকায় রয়েছে। কোমোরিন এলাকার এই ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প তামিলনাড়ু, কেরালা সহ দক্ষিণ ভারতের রাজ্যে ঢুকবে। একইসঙ্গে লাক্ষাদ্বীপ এলাকায় ঝড়ো হওয়ার দাপট । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।