দেশের সময় , কলকাতা: শহর কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্তেই দুরন্ত ইনিংস খেলছে ঠান্ডা। এরই মধ্যে ফের হাজির ঘূর্ণাবর্ত ৷
আগামী কয়েক দিন ঠান্ডা বজায় থাকলেও বড়দিনের সময় এই ঠান্ডার আমেজে বাধা পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শহর কলকাতায় কিছুটা বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গল–বুধে ফের নামবে তাপমাত্রা। যা চলবে শুক্রবার অবধি।
পশ্চিমের জেলাগুলিতে অবশ্য তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। কোথাও ১০ ডিগ্রির নিচেও নামার সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ নামবে।
পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।
হাওয়া অফিস জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার উপর। আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দক্ষিণ ভারতের কোমোরিন এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে শুক্রবার। আর তার জেরে বড়দিনের আগে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
মহানগরী কলকাতাতেও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম রয়েছে। এ ছাড়া বিভিন্ন জেলায় ঠান্ডার প্রকোপ আরও বেশি। আগামী ২৪ ঘণ্টায় আকাশ পরিষ্কারই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি রাজ্যে। আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কোথাও ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে তাপমাত্রা।
পশ্চিমের জেলাগুলিতে শীতের কাঁপুনি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় শীতের কামড় বজায় থাকবে। পার্বত্য জেলাগুলিতে পারদ নিম্নমুখী। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। তবে কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে।