Kashmiri Shawl:শীত পড়তেই পরিযায়ী কাশ্মীরি শাল বিক্রেতারা বনগাঁ শহরে চলে এসেছেন তাঁদের নতুন ক্যালেকশন নিয়ে: দেখুন ভিডিও

0
458
অর্পিতা বনিক, দেশের সময় :

নভেম্বর শেষ হতে চলেছে এরই মধ্যে রাজ্যে শীতের আমেজ। তাপমাত্রার পারদ নামতেই ঠান্ডা, শিরশিরানি, কাঁপন ধরছে। আর শীতের আমেজ গায়ে মেখেই মরশুম জুড়ে নানা উৎসবের সমারোহ। আর এই উৎসবের মাঝেই চাহিদা বেড়েছে শালের। শীত নিবারণে শালের জুড়ি নেই, তবে এক্ষেত্রে নারী-পুরুষ সবারই পছন্দ কাশ্মীরি শাল ৷ রং বেরংয়ের ডিজাইনের কাশ্মীরি শালের পসার নিয়ে বনগাঁ শহরে হাজির কাশ্মীরের ব্যবসায়ীরা ৷

শীত পড়লেও সে ভাবে দেখা নেই পরিযায়ী কাশ্মীরি শাল বিক্রেতাদের :দেখুন ভিডিও

শীত নিবারণের জন্য যতই আধুনিক পোশাক থাকুক না কেন, তবুও শাল বা চাদরের গ্রহণযোগ্যতা সবথেকে বেশি। সকালের নরম রোদ কিংবা বিকালের কুয়াশার আগমনে আপনাকে উষ্ণ রাখবে শাল কিংবা চাদর।

তবে সব প্রতিকূলতা ছাপিয়ে যে কয়েকজন শাল বিক্রেতা এসে পৌঁছেছেন, ভাল ব্যবসার লক্ষ্যে বুক বাঁধছেন তাঁরা। তাঁদের আশা, শীতবিলাসী বঙ্গবাসী এ বারেও তাঁদের বিমু্খ করবেন না।শীত পড়লেও সে ভাবে দেখা নেই পরিযায়ী কাশ্মীরি শাল বিক্রেতাদের

শীত নিবারণের জন্য যতই আধুনিক পোশাক থাকুক না কেন, তবুও শাল বা চাদরের গ্রহণযোগ্যতা সবথেকে বেশি। সকালের নরম রোদ কিংবা বিকালের কুয়াশার আগমনে আপনাকে উষ্ণ রাখবে শাল কিংবা চাদর।

তবে সব প্রতিকূলতা ছাপিয়ে যে কয়েকজন শাল বিক্রেতা এসে পৌঁছেছেন, ভাল ব্যবসার লক্ষ্যে বুক বাঁধছেন তাঁরা। তাঁদের আশা, শীতবিলাসী বঙ্গবাসী এ বারেও তাঁদের বিমু্খ করবেন না।

Previous articleGPay করার আগে এই অ্যাপ খুললেই সর্বনাশ,সতর্ক করল Google
Next articleJAGADHATRI PUJA :কলকাতার চাঁপাতলা নন্দী বাড়ির জগদ্ধাত্রী পুজোর ইতিহাস জানতে দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here