Durga: বৃষ্টির জেরে বন্ধ ছিল মছলন্দপুরের চন্ডিপুর যুব সংঘের পুজো প্রস্তুতি,রোদের দেখা মিলতেই ফের শুরু প্যান্ডেলের কাজ

0
396
তানিয়া পারভিন,মসলন্দপুর :

হাতে গোনা আর মাত্র কিছু দিনের অপে,তারপরই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো প্রত্যেক বাঙালির কাছে একটা আলাদা আবেগ ও অনুভূতি। সারাবছর ধরে মানুষ অধীর আগ্ৰহে অপেক্ষা করে থাকেন দেবীর আগমনের।

চারিদিকে কাশফুল, প্যান্ডেল তৈরি ও প্রতিমা তৈরির কাজ জানান দিচ্ছে চলে এসেছে শারদ উৎসব।

টানা বৃষ্টির জেরে অন্যান্য জায়গার মতো একই পরিস্থিতি তৈরী হয়েছিল উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের চন্ডিতলা সংঘের পুজো প্যান্ডেলের ৷ ভারী বৃষ্টির কারণে মন্ডপ তৈরীর কাজ বন্ধ হয়েই পড়েছিল ৷

নিম্নচাপ সরতেই ফের প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে চন্ডিপুর যুব সংঘের মাঠেও।

পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন টানা বৃষ্টির কারণে মন্ডপ তৈরি করতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। যারফলে প্রায় চার-পাঁচ দিন ধরে বন্ধ ছিলো পুজোর কাজ। এখন বৃষ্টি কমার কারণে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত প্যান্ডেল তৈরির কাজ চলছে জোর কদমে। মাঠে জল জমে থাকায় কাজ করতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

পুজো যতই এগিয়ে আসছে, ততই চিন্তা বাড়ছে পুজো কমিটিগুলির। লাগাতার বৃষ্টির কারণে কীভাবে তারা প্যান্ডেল তৈরির কাজ শেষ করবেন বুঝে উঠতে পারছেন না। এদিকে হাতে সময় খুবই কম। কিন্তু কখনও নিম্নচাপ আবার কখনও বা ভারী বৃষ্টির জেরে থমকে যাচ্ছে কাজ। তাইধীর গতিতে চলছে পুজোর প্যান্ডেল তৈরীর কাজ ৷

এক ক্লাব সদস্যের কথায় রবিবার সকাল হতেই আকাশে শরতের মেঘ দেখে মন ভালো হয়ে গেছে ৷ মা আসছেন তাই আর সময় নষ্ট না করে জোর কদমে এগিয়ে যাওয়ার পালা এবার ৷

Previous articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার
Next articleDurga :পুজো কোন শিবিরের সবুজ না লাল! এখনও শুরুই হয়নি প্যান্ডেলের বাঁশ বাঁধা, বাদুড়িয়া ব্লকের কেওটশা গ্রামে তবে কি এবার পুজো বন্ধ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here