দেশের সময় : ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে সেজে উঠেছিল লালকেল্লা। প্রধানমন্ত্রী হিসেবে লালকেল্লা থেকে দশম বারের জন্য ভাষণ দিলেন নরেন্দ্র মোদী। দেখুন ভিডিও
Memorable Independence Day celebrations. Have a look… pic.twitter.com/AVcoAvqN2o
— Narendra Modi (@narendramodi) August 15, 2023
India is committed to furthering global well-being based on the principle of ‘Vasudhaiva Kutumbakam.’ pic.twitter.com/64rC5DFERq
— Narendra Modi (@narendramodi) August 15, 2023
For the world, India is a ray of hope… pic.twitter.com/RFbvPZ2bky
— Narendra Modi (@narendramodi) August 15, 2023
পেট্রাপোল সীমান্তে ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন দেখুনভিডিও
সারা দেশের পাশাপাশি কলকাতায় রেড রোডে পশ্চিমবঙ্গ সরকারে উদ্যোগে সাড়ম্বরে অনুষ্ঠিত হল স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এদিনের অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার সদস্য, বিধায়ক, সাংসদরা ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্টসচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
এদিনের অনুষ্ঠানে রাজ্য প্রশাসনের আধিকারিক ও পুলিশ অফিসারদের পুরস্কার দেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু, ভূমি দফতরের সচিব মনোজ পান্থসহ রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিককে এদিন পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক পুলিশ আধিকারিক এদিন পুরস্কার পেয়েছেন।
এদিনে রেডরোডে বর্নাঢ্য কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারে বিভিন্ন দফতরের রং-বেরঙের ট্যাবলো সেখানে উপস্থিত দর্শকদেক নজর কেড়েছে। অন্যদিকে কলকাতা ও রাজ্য পুলিশের তরফে বিভিন্ন ‘স্টান্ট’ আয়োজিত হয়। ছৌ নৃত্যশিল্পীদের নাচও দর্শকদের নজর কেড়েছে। অনুষ্ঠান শেষ হওয়া অবধি সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। বারোটা পাঁচ নাগাদ অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান মমতা।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে আঁটোসাটো নিরাপত্তায় মোড়া ছিল রেড রোড চত্বর।এদিনের অনুষ্ঠানে কোনও বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী।
প্রচুর সংখ্যায় পুলিশ ও কমব্যাট ফোর্সের সদস্যদের মোতায়েন করা হয়েছিল। বেশ কয়েকদিন ধরে রেড রোড এলাকায় চলছিল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি। শেষমেশ তা সফলভাবেই শেষ হয়েছে। রইল ছবি