দেশের সময় ওয়েবডেস্কঃ রবিবার সকাল থেকেই মুখ ভার আকাশের। সেই সঙ্গে ঝিরঝিরে বৃষ্টিও চলছে ৷ বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। তাই বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই ব্যাগে ছাতা-রেইনকোট রাখার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস। ছাতার কাহিনি জানতে দেখুন ভিডিও
এবছর দেরিতে বর্ষা প্রবেশ করেছে যেমন, তেমনই অনেকদিন ধরেই তার ইনিংস চলছে এ রাজ্যে। রবিবারও অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দেখুন ভিডিও
এবছর জুনে বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। যদিও যে ঘাটতি মিটিয়ে জুলাই মাসে ভালই বৃষ্টি হয়েছে। এবার বিদায়লগ্নে এসে অগস্ট মাসেও ভারী বর্ষণের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।
সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে হতে পারে বজ্রপাতও। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা প্রায় স্বাভাবিক।
শুধু আজ নয়। আগামী কয়েকদিনই কলকাতা ও শহরতলিতে বৃষ্টি জারি থাকতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে শহর লাগোয়া একাধিক এলাকায়। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রার বড়সড় কোনও হেরফের হবে না। আপাতত কয়েকদিন কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
৮ তারিখও এই দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এদিকে হাওড়া, হুগলিতে বজ্রপাত-সহ মাঝারি বৃষ্টি হবে। আগামী দু’দিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।
এদিকে হাওয়া অফিস বলছে মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তরে সরছে। ফলে উত্তরবঙ্গেও এবার বৃষ্টির দাপট বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে ধসের আশঙ্কাও রয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির জলে ফুঁসতে পারে পাহাড়ি নদীগুলি। জলস্তর বেড়ে ভাসতে পারে নদীর তীরবর্তী বহু এলাকা। এজন্য আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছে।