Weather Update : ফের আবহাওয়ার রূপবদল!কলকাতা-সহ দক্ষিণে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা,ভাসবে পাহাড় : দেখুন ভিডিও

0
390

অর্পিতা বনিক, দেশের সময়: .কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের অস্বস্তিকর আবহাওয়া।
তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার কারণে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।নাজেহাল দশা হবে পড়ুয়া থেকে অফিসযাত্রীদের।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে গভীর নিম্নচাপ ঝাড়খণ্ড ও সংলগ্ন ছত্রিশগড়ে অবস্থান করছে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে আগামী ২৪ ঘণ্টায় এটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।

অন্যদিকে মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করছে। অক্ষরেখা দক্ষিণ দিকে সরবে আজ থেকে। যার জেরে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। দেখুন ভিডিও

হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে । বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বাড়বে তাপমাত্রা। বৃষ্টি হলেও প্যাচপ্যাচে গরম কাটছে না। আগামী কয়েকদিন এমন অস্বস্তিকর আবহাওয়াই থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।


মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করছে। অক্ষরেখা দক্ষিণ দিকে সরবে আজ থেকে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে গোরক্ষপুর, গয়া, ঝাড়খণ্ড, বালেশ্বের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত চলে গেছে। 

এদিকে গভীর নিম্নচাপ  ঝাড়খণ্ড ও সংলগ্ন ছত্তীসগড়ে অবস্থান করছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায়  পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে আরও দুর্বল হবে। এর অভিমুখ  হবে মধ্যপ্রদেশ ও  উত্তরপ্রদেশের দিকে। 

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং গরম আরও বাড়বে। তবে বাঁকুড়া এবং পুরুলিয়াতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টি কমবে দক্ষিণে।

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস । উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা। মুষলধারে বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। কিন্তু কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও ভোগাবে।

দক্ষিণে বৃষ্টি কমলেও পাহাড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। আগামী কয়েক দিন তুমুল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

Previous articleBuddhadeb Bhattacharjee: বুকে ব্যথা, রাতেই হল ইসিজি- এক্সরে! কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
Next articleWeather Update: সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here