দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টিতেই পুনর্নির্বাচন চলছে। সব মিলিয়ে ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হবে । রবিবার রাজ্য নিবার্চন কমিশন জানিয়েছে, আজ সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে ভোটগ্রহণ।
গত় শনিবার পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল বিভিন্ন জেলা৷ অন্তত ১৬ জনের মৃত্যুর খবর এসেছিল৷ জেলায় জেলায় দেখা গিয়েছিল অবাধ ভোট লুঠের ছবি৷ ভোট শেষের পরেই জেলা প্রশাসনের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন৷ সেই রিপোর্ট খতিয়ে দেখে কোন জেলায় কতগুলি বুথে পুনরায় ভোট হবে, তার তালিকা প্রকাশ করেছে কমিশন।
এখনও পর্যন্ত যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে সবথেকে বেশি পুনর্নির্বাচন দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায়৷ সেখানে ১৭৫টি বুথে ফের ভোট হবে৷ এর পরেই রয়েছে লাগোয়া মালদহ জেলা (১০৯টি বুথ), কোচবিহার (৫৩টি বুথ), নদিয়া (৮৯টি বুথ), উত্তর চব্বিশ পরগণা (৪৬টি) বুথ৷ এ ছাড়াও পূর্ব মেদিনীপুরের ৩১টি, হুগলির ২৯টি. দক্ষিণ চব্বিশ পরগণার ৩৬টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে৷ পূর্ব মেদিনীপুরের যে বুথগুলিতে ফের ভোট হবে তার মধ্যে নন্দীগ্রামেরও দুটি বুথ রয়েছে৷ এ ছাড়াও উত্তর দিনাজপুরের ৪২টি বুথ, পশ্চিম মেদিনীপুরের ১০টি, হাওড়ায় ৮টি বুথে পুনরায় ভোট হবে৷ ঝাড়গ্রাম, কালিম্পং, দার্জিলিং জেলার বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়নি৷
পুনর্নির্বাচনের আগেই রাজ্যের নানা জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। দিনহাটায় কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি-বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের নেতড়া গ্রাম পঞ্চায়েতের ১০টি বুথে পুনর্নির্বাচন। তার আগে, রাতভর তল্লাশিতে এলাকা থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। পূর্ব মেদিনীপুরের ময়নার প্রজ্ঞানন্দ বিদ্যাপীঠে হবে ভোটের গণনা। ওই স্কুলের বাইরে পাহাড়া দিচ্ছিলেন বিজেপি নেতা-কর্মীরা। রবিবার রাতে হঠাৎ সেই স্কুলের বাইরে খবর রটে ব্যালট বাক্সে কারচুপি করা হচ্ছে। এই ভুয়ো খবর রটতেই সেখানে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। যথেষ্ট উত্তেজনা তৈরি হয় সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে। এমনকি পথচলতি মানুষকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
হাওড়ার ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজের গণনাকেন্দ্রের পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, স্ট্রং রুম থেকে ব্য়ালট বক্স লুঠের উদ্দেশেই পাঁচিল ভাঙা হয়েছে। প্রতিবাদে পথ অবরোধ করেছে বাম-বিজেপি ও নির্দল প্রার্থীর সমর্থকরা।
নদীয়ার ধুবুলিয়ায় বিজেপি প্রার্থীর পচাগলা মৃতদেহ উদ্ধার।
জয়নগরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল রাজ্যের শাসকদল তৄণমুল কংগ্রেস ও SUCI এবং নির্দল প্রার্থীর লোকজনের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে জয়নগরের হাঁচিমপুর এলাকায় ৷ গরমের কারণে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের হাতপাখা দেওয়ার অভিযোগ তৄণমুল কংগ্রেসের বিরুদ্ধে ৷