দেশের সময় ওয়েবডেস্কঃ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার। বৃষ্টি যদিও কমেছে অনেকটাই। তবে এবার দক্ষিণে বৃষ্টি কমলেও বাড়বে উত্তরে। সেখানে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস (weather report)।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সেই সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেল বা সন্ধের দিকে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দুপুর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৪ শতাংশ। তবে আগামী ২ দিনে বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্প বেশি থাকায় থাকায় অস্বস্তি বাড়বে।
বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকলেও বাকি জেলায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বেশ কিছুদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা খানিকটা কমেছিল।
কিন্তু সেই স্বস্তি আর থাকছে না। হাওয়া অফিস জানিয়েছে, সোম অথবা মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার–পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ–সহ দু–এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় শনিবার বিকেল অথবা সন্ধেয় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ–সহ হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে অবশ্য বাড়বে বৃষ্টির পরিমাণ। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। যার জেরে রয়েছে ভূমিধসের সম্ভাবনা।