রিয়া দাস , বনগাঁ: শিক্ষার ক্ষেত্রে অর্থই প্রধান নয়, দরকার সামাজিক বোধে উদ্ভূত ও উজ্জ্বল মানসিকতার কিছু মানুষের,, যাদের হাত ধরে শিক্ষান্বেষী ছাত্র-ছাত্রীরা জ্ঞানের আলোয় আসতে পারে ।
আর এই শিক্ষা লাভের জন্য ছাত্র-ছাত্রীদের সর্বাগ্ৰে প্রয়োজন পাঠ্য পুস্তকের। ছাত্র ছাত্রীদের হাতে সেই পুস্তক তুলে দেওয়ার এক বিশেষ উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন অভিজ্ঞানম । দেখুন ভিডিও
বই পড়ার অভ্যাস গড়ে উঠুক শৈশব থেকেই ৷ পাশাপাশি উচ্চ শিক্ষার প্রয়োজনে বই এর অভাব যাতে না থাকে ছাত্র-ছাত্রীদের ৷ সেদিকে লক্ষ্য রাখতেই স্বেচ্ছাসেবী সংগঠন অভিজ্ঞানমের সদস্যরা রবিবার বনগাঁর বিভিন্ন স্কুলের অন্তত ৫০ জন ছাত্র-ছাত্রীদের হাতে বই, খাতা ও পেন তুলে দিলেন।