vagabond:মানসিক ভারসাম্যহীন ভবঘুরেকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টায় বনগাঁর তপন :দেখুন ভিডিও

0
759

অর্পিতা বনিক, বনগাঁ: মনে পড়ে ২০০৩ সালের ডিসেম্বর মাস। বলিউডে মুক্তি পায় পরিচালক রাজকুমার হিরানির প্রথম ছবি ‘মুন্নাভাই এমবিবিএস’। ছবিটিতে মেডিকেল স্টুডেন্টের ভূমিকায় মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল বলিউডের অন্যতম তারকা অভিনেতা সঞ্জয় দত্তকে।

সঙ্গে আরও একটি ভিন্ন চরিএ দেখাগিয়ে ছিল ছবিটিতে৷ সেখানে আনন্দ ব্যানার্জী নামে একটি চরিএ ছিল ৷ যাকে দীর্ঘ কয়েক বছর ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখা গিয়েছিল এবং তার চুল দাড়ি কাটা হযনি কখনও ৷ প্রথমবার সেইবেক্তির চুল-দাড়ি কাটা হয় মুন্না ভাইয়ের কথা মতো ৷ সেই চরিত্রের মতোই বনগাঁয় এক ভবঘুরে মানুষের চুল-দাড়ি কেটে সাফ করে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা শুরু করলেন স্থানীয় টেলার মাস্টার তপন চক্রবর্তী৷ দেখুন ভিডিও

সরকার থেকে চালানো হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। নিজের ঘর বাড়ির মত পরিবেশকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে বারংবার। ঘরের এবং বাইরের পরিবেশ যেমন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, ঠিক তেমনই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা উচিত প্রত্যেকটি মানুষেরও।

তবে রাস্তাঘাটে এমন অনেক মানসিক ভারসাম্যহীন মানুষকে দেখা যায় যাদের নিত্যদিন স্নান করা তো দূর ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও তারা পারেনা। এবার তাদেরকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনার বনগাঁ পূর্ব পাড়ার বাসিন্দা তপন চক্রবর্তী ৷ তার পাশে সাহায্যের হাত বাড়ালেন স্থানীয় মহিলারাও৷

Previous articleAbhishek Banerjee: হঠাৎ তুমুল ঝড়ে লণ্ডভণ্ড কলকাতা সহ একাধিক জেলা, ভাতারে ভেঙে পড়ল অভিষেকের সভামঞ্চ
Next articleWeather Update: আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here