দেশের সময় ওয়েবডেস্কঃ ইদানীংকালে কেন্দ্রীয় মন্ত্রক থেকে শুরু করে নেতা-মন্ত্রী সহ গণ্যমান্য ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর সামনে এসেছে। এবার হ্যাকারদের কবলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউ। সোমবার গভীর রাতে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। আজ সকালেও দেখা গেছে একই অবস্থায় রয়েছে অ্যাকাউন্ট।
সর্বভারতীয় তৃণমূলের টুইটার অ্যাকাউন্টে দলের নামের পাশে নীল চিহ্ন ছিল। হ্যাক হওয়ার পর দেখা গেছে, সেই নীল চিহ্নের পাশে তৃণমূলের নাম নেই। নামের জায়গায় লেখা রয়েছে, ‘যুগ ল্যাবস’। ছবিটি বদলে হয়েছে ইংরেজি অক্ষর ‘ওয়াই’ ও ‘এল’ সম্বলিত একটি লোগো। তবে কভার ছবির কোনও বদল ঘটেনি।
সোমবার রাতে এই সাইবার হানার পরে তৃণমূলের পক্ষ থেকে মঙ্গলবার সকালেই যোগাযোগ করা হয় টুইটার কর্তৃপক্ষের সঙ্গে। অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডেরেক।
কে বা কারা, কী উদ্দেশ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে এটিসি-র বদলে বর্তমানে যে লোগো রয়েছে, সেই যুগ ল্যাবস আদতে একটি মার্কিন ব্লকচেইন প্রযুক্তি কোম্পানি। এই সংস্থাটি ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করে।
প্রসঙ্গত, ২০২১ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়ে গিয়েছিল। হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্ট থেকে বিটকয়েন নিয়ে দুটি টুইটও করা হয়েছিল। পরে সেগুলি মুছে দেওয়া হলেও সেই পোস্টের স্ক্রিনশটগুলি ভাইরাল হয়ে যায়। গত বছর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়। সেটিও মধ্যরাতে হ্যাক হয় এবং সেই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন দ্রব্য ও পণ্যের বিজ্ঞাপন রিটুইট হতে দেখা যায়। যেগুলি মহুয়া মৈত্র করেননি বলেই জানান।