দেশের সময় ওয়েবডেস্কঃ আবহাওয়াও যেন অস্থির।
একদিন শীতের মাঝেও গরম, পরের দিন সকাল আবার মোড়া ঘন কুয়াশায়। বঙ্গে মাঘে শীতের কাঁপুনি দূর, দিনে দিনে বাড়ছে তাপমাত্রা। যদিও হাওয়া অফিসের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল দিনে দিনে চড়বে পারদ। আজ সকালের আবহাওয়া দেখে অনেকেই মনে করেছিলেন, তবে কি যেতে যেতে ফিরে এল শীত? খুব বেশি ঠান্ডা অনুভূত না হলেও শহর মোড়া ছিল ঘন কুয়াশায়।
মাঘের দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডা তো দূর, একপ্রকার উধাওই হয়ে গেছে শীত ৷ অভ্যাসবশত গরম জামা পরে রাস্তায় বেরিয়ে পড়লেও পরক্ষণেই তা খুলে ফেলতে হচ্ছে। সব মিলিয়ে জানুয়ারি মাসে রীতিমতো উষ্ণতা অনুভূত হচ্ছে ।
তবে তাতে শীতপ্রেমীদের বিন্দুমাত্র খুশি হওয়ার নেই। কারণ হাওয়া অফিস বলছে, শীত দূরের কথা, উলটে কলকাতার তাপমাত্রা কিছুটা বেড়েছে।
স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি হয়ে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস।। শহরের সর্বোচ্চ তাপমাত্রা আজ ২৬.৪ ডিগ্রি। শীতের আমেজ দিনে দিনে কমার আভাস পাওয়া গিয়েছে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গে আপাতত আগামী কয়েকদিন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশিই। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিসের খবর অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই দাপট কমেছে উত্তুরে হাওয়ার। বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের কারণে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প, আর তার কারণেই বাড়ছে তাপমাত্রা। মঙ্গলবার ফের ২ ডিগ্রি বেড়েছে বাংলার সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সকালে হালকা কুয়াশা ছিল। তবে বেলা বাড়তেই রোদের দেখা মিলেছে। আগামী ২ দিন আরও বাড়বে তাপমাত্রা। স্বরস্বতী পুজোয় প্রায় গায়েব হয়ে যাবে ঠান্ডা।
আগামী কয়েকদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন ও সবোর্চ্চ তাপমাত্রা যথাক্রমে ২০ ডিগ্রি ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। চলতি সপ্তাহে মূলত রৌদ্রোজ্জ্বল শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া, তারপর থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। অন্তত ২-৩ ডিগ্রি বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার সময় দার্জিলিং ও কালিম্পংয়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। সব মিলিয়ে সরস্বতী পুজো এবং জানুয়ারির বাকিটুকু আর শীতের দেখা মিলবে না বলেই পূর্বাভাস মৌসম ভবনের।