Weather Update: ‌দিল্লি ২ ডিগ্রি ঠান্ডায় কাঁপছে, বহাল ঠান্ডার আমেজ বাংলায়

0
502

দেশের সময় ওয়েবডেস্কঃ শীতে কার্যত গুটিয়ে রয়েছে রাজধানী। শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ২.২ ডিগ্রি সেলসিয়াস। বইছে প্রবল হাওয়া। এটাই এই মরশুমের শীতলতম দিন রাজধানীতে। তবে উত্তুরে হাওয়ার দাপট থাকলেও কলকাতায় শুক্রবারের তুলনায় শনিবারের তাপমাত্রা কিছুটা বাড়ল ৷

এদিকে, শুক্রবার মরশুমের শীতলতম দিন ছিল। কলকাতার তাপমাত্রা নেমেছিল ১০.‌৯ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি। তবে হাওয়া থাকায় ঠান্ডা ভালই অনুভূত হচ্ছে। 

এর আগে বৃহস্পতিবার কলকাতায় পারদ নেমেছিল ১২ ডিগ্রির ঘরে। যা ছিল এই মরশুমের শীতলতম। কিন্তু শুক্রবারই ভেঙে যায় সেই রেকর্ড। তাপমাত্রা নেমে আসে ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা ছিল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। কিন্তু শনিবার শহরের তাপমাত্রা আবার বেড়ে ১২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যদিও তা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ক’দিন ঠান্ডার আমেজ বহাল থাকবে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও পারদ পতন হচ্ছে। শুক্রবার যেমন পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াস। 

আলিপুর আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, আপাতত ক্রিজ আঁকড়ে ব্যাট করবে শীত। এখনই আউট হওয়ার সম্ভাবনা নেই। এমন কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের গুগলি বা দুসরা পড়ারও সম্ভাবনা নেই যে হঠাৎ বোল্ড হয়ে যাবে ঠান্ডার আমেজ। আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিল, একটুআধটু পারদ ওঠানামা করলেও শীত আপাতত চলবে।

শুক্রবারের তুলনায় কলকাতা-সহ সংলগ্ন এলাকার তাপমাতার কিছুটা বেশি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৮ থেকে ৯২ শতাংশ।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার মূলত আকাশ পরিষ্কার থাকবে। সকালে সামান্য কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও তা গাঢ় হবে না। আপাতত বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই।

সামান্য তাপমাত্রা বাড়লেও স্বাভাবিকের চেয়ে নীচেই থাকবে পারদ। উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুর ও কোচবিহারে ঘন কুয়াশার দাপট দেখা যাবে।
তবে দিল্লির ঠান্ডা ১০ জানুয়ারির পর কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। ওই সময়ে জোড়া পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর ও পশ্চিম ভারতে। তার প্রভাবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

Previous articleBook Fair: বনগাঁ বইমেলায় প্রিয় লেখিকাকে দেখতে পেয়ে চোখের জল গড়িয়ে পড়ল প্রিয়মের :দেখুন ভিডিও
Next articleDuare Sarkar: ‘ডিজিটাল ইন্ডিয়া ২০২২’-এর অধীনে সম্মানিত হল মমতার দুয়ারে সরকার প্রকল্প,রাষ্ট্রপতির হাত থেকে প্ল্যাটিনাম পুরস্কার নিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here