দেশের সময় ওয়েবডেস্কঃ হাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার দুপুরের পর থেকেই পরিস্থিতির পরিবর্তন হবে। তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করবে। উইকএন্ডে স্বাভাবিকের তুলনায় বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। ফলে চলতি মরশুমে উষ্ণ বড়দিন পেতে চলেছে রাজ্যবাসী।
শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ কুয়াশাচ্ছন্ন। বেলা বাড়লে পরিস্কার হবে আকাশ। তবে বিকেলের পর থেকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বাড়বে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৪২ শতাংশ। যা বিকেলের পর বেড়ে সর্বাধিক ৯৬ শতাংশ হতে পারে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুর, মালদায় ঘন কুয়াশা থাকবে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে উইকএন্ডের পর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকবে। ক্রিসমাসে তেমন কোনও পারদ পতনের সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও৷
বঙ্গোপসাগরে শনিবার তৈরি হবে বিপরীত ঘূর্ণাবর্ত ৷যা জলীয় বাষ্পের দেওয়াল তৈরি করে আর্দ্রতা বাড়াবে এবং উত্তর ভারতের শীতল হাওয়া রাজ্যে ঢুকতে বাধা দেবে। এর জেরেই বঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে।
কলকাতার পাশাপাশি রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই শনি ও রবিবার তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদিও বৃহস্পতিবার একাধিক জেলায় স্বাভাবিকের নীচেই ছিল সর্বনিম্ন তাপমাত্রা। কনকনে ঠান্ডা ছিল উত্তরবঙ্গের জেলাগুলিতেও।