Bomb Blast:অভিষেকের সভার আগে শুভেন্দুর গড়ে বোমা বিস্ফোরণ,ভগবানপুরে উড়ল তৃণমূল নেতার বাড়ি, হত ৩

0
579
NOTICE

দেশের সময়, ওয়েবডেস্কঃ কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের অদূরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সভা করার বিষয়ে ছাড়পত্র দিয়েছে হাইকোর্ট। সেই নির্দেশ মেনেই আজ শনিবার কাঁথিতে জনসভায় ভাষণ দেবেন ডায়মন্ড হারবারের সাংসদ। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ভগবানপুরের তৃণমূল নেতার বাড়ি । বিস্ফোরণে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ওই তৃণমূল নেতা সহ ৩ জনের ৷

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দু’নম্বর ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে। মৃতরা হলেন রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। রাজকুমার মান্না ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে পরিচিত। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। তাঁদের উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ঘটনার জেরে থমথমে হয়ে রয়েছে এলাকা।

এই বিষয়ে বিজেপির অভিযোগ, ওই তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল, তাতেই বিপত্তি ঘটেছে। মৃত এবং আহতরা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে দাবি গেরুয়া শিবিরের। কাঁথির সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তাপস কুমার দলুই জানিয়েছেন, ‘তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিপত্তি। ওই তৃণমূল নেতা সহ দুজনের মৃত্যু হয়েছে। আমরা খোঁজখবর নিয়ে দেখছি বিষয়টি।’

একই অভিযোগ ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির। ‘রাতের অন্ধকারে বোমা বাঁধতে গিয়েই এমন ঘটনা। পুলিশের উপস্থিতিতে মৃতদেহ গায়েব করার চক্রান্ত চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি না করে পশ্চিম মেদিনীপুরে নিয়ে যাচ্ছে। দুজন নয়, মৃতের সংখ্যা আরও বেশি বলে মনে করছি। পুলিশ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে,’ দাবি তাঁর।
এই বিষয়ে ভূপতিনগর থানার পুলিশ এবং জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূলের স্থানীয় এবং জেলা নেতৃত্বের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত ছিল ভূপতিনগরের বিস্তীর্ণ এলাকা। রাত হলেই এলাকা থেকে বোমাবাজি ও গুলির শব্দ শোনা যায়। দিনকয়েক আগেই তৃণমূলের অঞ্চল সভাপতি মিহির ভৌমিককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারপর ফের বিস্ফোরণে মৃত্যু হল তিন তৃণমূল নেতার। বর্তমানে উত্তেজনা থাকায় ওই এলাকায় পুলিশি টহলদারি চলছে বলে জানা গেছে।

শনিবার দুই গড়ে দুই মহারথী। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে সভা শুভেন্দু অধিকারীর। কিন্তু অভিষেকের সভার আগেই রক্তারক্তি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ভূপতিনগরে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।

Previous articleD.El.Ed: ডিএলএড কলেজগুলির অনুমোদন বাতিল? বিভ্রান্তি দূর করতে নিজেদের অবস্থান জানাল পর্ষদ
Next articleSwami Hiranmayanandaji Maharaj : প্রয়াত ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ-সভাপতি স্বামী হিরন্ময়ানন্দজী মহারাজ, ভক্তদের মধ্যে শোকের ছায়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here