Dog Attack: আবাসনে ঢুকে কুকুরে ছিঁড়ে খেল ৭ মাসের একরত্তিকে! হাসপাতালে ছটফট করতে করতে মৃত্যু শিশুর

0
751

দেশেরসময় ওয়েবডেস্কঃ রাস্তার কুকুরে ছিঁড়ে খেল সাত মাসের একরত্তি শিশুকে ! সোমবার বিকেলে নয়ডার ১০০ সেক্টরের একটি অ্যাপার্টমেন্টের এই ঘটনায় গুরুতরভাবে আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষমেশ মৃত্যু হয়েছে তার। ঘটনায় প্রতিবাদে ফেটে পড়েছেন বাসিন্দারা।

ওই অ্যাপার্টমেন্টের এক বাসিন্দা জানিয়েছেন, তাঁদের বেসমেন্টে বেশ কিছু রাস্তার কুকুর থাকে। তারা মাঝেমধ্যেই হিংসাত্মক হয়ে পড়ে, তাড়া করে। এমনকি ৩-৪ মাস আগে একটি কুকুর হামলাও চালিয়েছিল এক বাসিন্দার উপর। পুলিশ জানিয়েছে, এই নিয়ে অভিযোগ বহু দিনের। আগে একবার পুরকর্মী ডাকা হয়েছিল কুকুরগুলি ধরতে। তবে কুকুর ধরতে গেলে কিছু বাসিন্দা পুরকর্মীদের চলে যেতে বলেন সেখান থেকে।

গতকাল বিকেলে আচমকাই ছোট বাচ্চার উপর হামলা করে একটি কুকুর। তার বাবা-মা ওই অ্যাপার্টমেন্টেই কাজ করেন নির্মাণ শ্রমিক হিসেবে। জানা গেছে, বাচ্চাটিকে এমনভাবেই আক্রমণ করে কুকুর, যে তার পেট ছিঁড়ে অন্ত্র বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় তাকে, রাখা হয় আইসিইউ-তে। অস্ত্রোপচারও করা হয়। তবে শেষরক্ষা হয়নি। সারারাত জীবন-মরণ সংকটের পরে মারা যায় সে।

অ্যাপার্টমেন্টের বাসিন্দারা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন। কর্তৃপক্ষের কাছে আবেদন জানান ব্যবস্থা নেওয়ার। কুকুরগুলিকে শেল্টারে পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।

পুলিশ জানিয়েছে, কুকুরটি কার নয়। তাই কোনও মামলা দায়ের হয়নি এই ঘটনায়। যদি এটা পোষা কুকুর হত, তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হত মালিকের বিরুদ্ধে। কিন্তু এই ক্ষেত্রে পথকুকুরের জন্য কিছু করা যায়নি। সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। তারা পথকুকুরদের সরাতে ব্যবস্থা নেবে।

Previous articleKedarnath: কেদারনাথের কাছে পুণ্যার্থীদের নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার,পাইলট-সহ মৃত অন্তত সাত
Next articleCAA: অচিরেই সিএএ চালু হবে! বনগাঁয় দলীয় কর্মসূচিতে গিয়ে সিএএ – এনআরসি অস্ত্রে আবার শান দিলেন শুভেন্দু অধিকারী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here