দেশের সময়, বনগাঁ: কথায় বলে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপুজো বাঙালির প্রধান উৎসব। দুর্গাপুজো শেষ। এবার মা-এর নারীশক্তি রূপে কালী পুজো। দুর্গাপুজো যতটা হইহুল্লোড় করে পার করে বাঙালি, ঠিক ততটাই আনন্দে পার করে কালীপুজোও। দীপাবলি মানেই আলোর উৎসব, তাতে মেতে ওঠে গোটা দেশের মানুষ। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালীপুজো বা শ্যামাপুজো।
কালীপুজোয় মেতে উঠেছে গোটা উত্তর ২৪ পরগনার পাঁচটি মহকুমার পুজো উদ্যোক্তারা। বিশেষকরে, বারাসত, মধ্যমগ্রাম এবং রাজারহাটের পুজোর থিম ও ভাবনা কলকাতাকে অনেক আগেই হার মানিয়েছে। দেখুনভিডিও
তবে বনগাঁয় দুর্গা পুজোর মতো কালীপুজোর তেমন চল না থাকলেও সাবেকি পুজো হিন্দুমহাসভার পুজো ঘিরে স্থানীয় মানুষের ভক্তি ও টানে ভাটা পড়েনি৷এই পুজোকে ঘিরে বনগাঁর মানুষের বনেদিয়ানা চোখে পড়ার মতো। এবার ৭৬তম পুজো ঘিরে রয়েছে স্থানীয় মানুষের উন্মাদনা ৷ ১৮ ফুট দৈর্ঘের প্রতিমার শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে জোর কদমে , প্রতিমা শিল্পী প্রদীপ ভট্টাচার্য্য৷