দেশের সময়: চলছে উৎসবের মরসুম। কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে হয় ধনতেরাস। দীপাবলির ঠিক দু’দিন আগে, ধনত্রয়োদশী কিংবা ধন্বন্তরি- ত্রয়োদশীই সংক্ষেপে ধনতেরাস। এই উৎসব দিয়েই আসলে সূচনা হয় প্রায় ৫ দিন ব্যাপী দীপাবলির উদযাপনের। ধনতেরাসে গৃহলক্ষীর আরাধনায় মেতে ওঠেন সকলে। ধনতেরাসের তিথিতে সোনা, রুপো সহ কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর সেই রীতি অনুযায়ী বিভিন্ন দোকানে শুরু হয়েগেছে ধনতেরসের অফার আসুন দেখা যাক কেমন অফার চলছে …
রীতি মেনে দেশজুড়ে ধনতেরাসের বিশেষ দিনে প্রদীপ জ্বালিয়ে অশুভ শক্তির বিনাশের জন্যে ধাতু কিনে আরাধনা করা হয় ধনদেবীর। ধনতেরাস প্রধানত অবাঙালিদের উৎসব হলেও, বিগত কয়েক বছর ধরে বাঙালিরা এই উৎসবকে আপন করে নিয়েছে। বিভিন্ন দোকানে উপচে পড়ে নানা ধাতু কেনার জন্য। দোকানে দোকানে দেওয়া হয় বিশেষ ছাড়। এমনকি অনলাইন শপিং পোর্টালগুলিতেও থাকে নজরকাড়া অফার।
ধনতেরাসের শুভ লগ্নে মূল্যবান ধাতু কেনার রীতি রয়েছে। মনে করা হয় এর ফলে বাড়িতে আগমন হয় মা লক্ষ্মীর। ধনতেরাস নিয়ে প্রচলিত আছে নানা লোক কথা ও একাধিক পুরাণের গল্প।
পুরাণের কথা অনুযায়ী, ধনদেবতা কুবেরের আরাধনার বিশেষ দিনকে ধনতেরাস বলা হয়।
Dhanteras 2022: কুবেরকে খুশি করতে ধনতেরস পুজোর শুভক্ষণ মাত্র ২১ মিনিটের, জানুন এই তিথির মাহাত্ম্য :
চলতি বছর ২৩ অক্টোবর পালিত হবে ধনতেরস। এদিন ধন্বন্তরী ও কুবেরের পুজো করার বিধান রয়েছে। শাস্ত্রে কুবেরকে ধন দেবতার আখ্যা দেওয়া হয়। আবার এদিনই সমুদ্র মন্থন থেকে আবির্ভাব হয়েছিল ধন্বন্তরীর। ধন্বন্তরীর হাতে অমৃত কলস ছিল। ধনতেরসের পুজোর শুভক্ষণ, পুজোর নিয়ম ও মাহাত্ম্য জানানো হল এখানে।
কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতেই ধনতেরস পালিত হয়। এই দিন থেকেই দীপাবলী উৎসবের সূচনা হয়। ২৩ অক্টোবর, রবিবার ধনতেরস পালিত হবে। ধনতেরসের দিনটি ধনত্রয়োদশী ও ধন্বন্তরী জয়ন্তী নামেও পরিচিত। মনে করা হয় এদিন আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির জনক ধন্বন্তরীর আবির্ভাব হয়েছিল। ধনতেরসে সোনা, রুপো, বাসন কেনা অত্যন্ত শুভ।
হিন্দু ধর্মে ধনতেরসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ধনতেরসে লক্ষ্মীর পুজো করলে ধন, সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। পাশাপাশি এদিন ধনের দেবতা কুবেরের পুজো করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ধনতেরসে বিষ্ণুর অবতার ধন্বন্তরীর জন্ম হয়। তাই তাঁর পুজো করা হয়।
কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথি ২২ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টা ২ মিনিটে শুরু হবে ও ২৩ অক্টোবর রবিবার সন্ধ্যা ৬টা ৩ মিনিটে সমাপ্ত হবে। ধনতেরস পুজোর শুভক্ষণ ২১ মিনিট থাকবে। ধনতেরস পুজোর শুভক্ষণ ২৩ অক্টোবর সন্ধ্যা ৫টা ৪৪ মিনিট থেকে ৬টা ৫ মিনিটের মধ্যে সমাপ্ত হবে। প্রদোষ কালের সময় ২৩ অক্টোবর সন্ধ্যা ৫টা ৪৪ মিনিট থেকে রাত ৮টা ১৬ মিনিট পর্যন্ত থাকবে। বৃষ কালের সময় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিট থেকে রাত ৮টা ৫৪ মিনিট পর্যন্ত থাকবে।
ধনতেরসে ধন্বন্তরি দেবতার পুজোর বিধান রয়েছে। এ দিন ১৬ ক্রিয়ায় পুজো সম্পন্ন করা উচিত। আসন, পাদ্য, অর্ঘ্য, স্নান, বস্ত্র, আভুষণ, গন্ধ (কেসর-চন্দন), পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, আচমন (শুদ্ধ জল), দক্ষিণাযুক্ত তাম্বুল, আরতী, পরিক্রমা ইত্যাদি ১৬ ক্রিয়ার অন্তর্ভূক্ত। ধনতেরসে পিতল ও রুপোস বাসন কেনার প্রথা রয়েছে। মনে করা হয় বাসন কিনলে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায়।
এ কারণে এই তিথিতে ধনতেরস বা ধন ত্রয়োদশী বলা হয়ে থাকে। এদিন সন্ধ্যাবেলা বাড়ির প্রবেশদ্বারে বা আঙিনায় প্রদীপ প্রজ্জ্বলিত করা উচিত। এই তিথি থেকেই দীপাবলীর উৎসব শুরু হয়। ধনতেরসে সন্ধ্যাবেলা যম দেবের উদ্দেশে দীপদান করা হয়। মনে করা হয় এর প্রভাবে যমরাজের ভয় থেকে মুক্তি পাওয়া যায়।
পৌরাণিক কাহিনি অনুযায়ী, কার্তিক কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে সমুদ্র মন্থন থেকে ধন্বন্তরী প্রকট হন। তাঁর হাতে অমৃতে ভরা কলশ ছিল। মনে করা হয়, তখন থেকেই ধনতেরস পালন করা শুরু হয়েছে। ধনতেরসের দিন বাসন কেনার প্রথা রয়েছে। মনে করা হয় এর ফলে সৌভাগ্য, বৈভব, স্বাস্থ্য লাভ হয়। ধনতেরসে ধনের দেবতা কুবেরের নিয়ম মেনে পুজো করা হয়।