দেশের সময় ওয়েবডেস্কঃ বৃষ্টি যেন কিছুতেই বাংলার পিছু ছাড়ছে না। দুর্গাপুজো কাটিয়ে ফের বাংলার মানুষ কালীপুজোর তোড়জোড় শুরু করেছে ৷ কিন্তু প্রায় প্রতিদিনই এখনও বিকেল হতেই বৃষ্টি শুরু হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুধু দক্ষিণে নয়, গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গেও চলছে প্রবল বৃষ্টি। যার ফলে একাধিক জায়গায় ধস নামার খবরও মিলেছে। তবে সেই দুর্যোগ থেকে রক্ষা পেতে চলেছে উত্তরের মানুষেরা। হাওয়া অফিস সূত্রের খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই কমবে বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
পশ্চিম মেদিনীপুর এবং হাওড়াতেও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার বিকেলে আলিপুর হাওয়া অফিস পূর্বাভাসে বলেছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার কিছু এলাকায়।
তবে বৃষ্টি ও বজ্রপাতের সময় মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলেও অবশ্য বৃষ্টি হয়েছে কলকাতায়। ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে একাধিক এলাকায়। যার ফলে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
বুধবার মাঝরাতেও বেশ কিছুক্ষণ মুষলধারে বৃষ্টি হয়েছিল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। এদিকে, হাওয়া অফিস সূত্রে খবর, মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। দক্ষিণের আকাশে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
এসবের মধ্যেই শোনা গিয়েছিল, ১৭ থেকে ১৮ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে সুপার সাইক্লোন তৈরি হতে পারে। তবে এই সম্ভাবনার কথা এখনই কোনও পূর্বাভাস দিচ্ছে না আবহাওয়া দফতর। এদিন বিকেলে সংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, ‘এই বিষয়ে যদি কোনও গতিপ্রকৃতি বোঝা যায় তবে সময়মতো পূর্বাভাস দেওয়া হবে।’