Tmc: তৃণমূল নেতাকে গাছে বেঁধে পেটাল এলাকাবাসী,চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

0
1249

দেশের সময় ওয়েবডেস্কঃ চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার এক তৃণমূল নেতা। কিন্তু অভিযোগ, টাকা দিলেও এলাকার কেউই চাকরি পাননি। এবার সেই অভিযোগেই তৃণমূলের শ্রমিক সংগঠনের সেই নেতাকে গাছে বেঁধে পেটালেন ডেবরার আদিবাসী এলাকার মানুষজন।

শনিবার সকালে ডেবরার তিন নম্বর অঞ্চলের সত্যপুর এলাকায় একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে ফাঁকা জায়গায় গাছের সঙ্গে দড়ি বেঁধে রেখে রাখা হয় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা তথা ডেবরা ব্লকের প্রাক্তন সভাপতি দিলীপ পাত্রকে। অভিযোগ, আদিবাসী ছেলেমেয়েদেরকে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু চাকরি দিতে পারেননি।

https://www.facebook.com/100050368313167/videos/1449656118843081/

এরপর বেশ কয়েকদিন ধরেই সেখানকার বাসিন্দারা বারবার সে টাকা ফেরতের দাবি জানালেও তিনি সেই কথা কানে তোলেননি। শেষে এদিন তাঁর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। তারপরই গাছে বেঁধে চলে বেধড়ক মার।

প্রসঙ্গত উল্লেখ্য, চাকরির নামে লক্ষ-লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গত অগস্টেই গাছে বেঁধে এক তৃণমূল নেতার ছেলেকে পেটানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। টাকা ফেরতের দাবিতে অভিযুক্ত তৃণমূল নেতা শিবশঙ্কর নায়েকের বাড়িতে চড়াও হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁকে না পেয়ে তাঁর ছেলেকে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। একইসঙ্গে অভিযুক্ত নেতার পঞ্চায়েত সদস্যা স্ত্রীকেও রাস্তায় ফেলে মারেন মহিলারা। বাড়িতেও ব্যাপক ভাঙচুর চলে।

Previous articleTET Recruitment: বাগদার চন্দনকে ‘সাড়ে ৭ লাখ দিয়ে চাকরি পেয়েছিল স্ত্রী’, সিবিআইয়ের কাছে ফাঁস করলেন স্বামী
Next articleWalmart Crash Threat : ওয়ালমার্ট উড়িয়ে দেব’, চুরি করা বিমানের পাইলটের হুমকি তারপর যা ঘটল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here