Raju Sahani Arrest: বাড়িতে নগদ ৮০ লাখ টাকা, বিদেশের ব্যাঙ্কে অ্যাকাউন্ট! গ্রেফতার হালিশহরের তৃণমূলের চেয়ারম্যান রাজু সাহানি

0
910

দেশের সময় ওয়েবডেস্কঃ সনমার্গ কোঅপারেটিভ চিটফান্ড মামলায় গ্রেফতার করা হল হালিশহর পুরসভার তৃণমূলের চেয়ারম্যান রাজু সাহানিকে ৷ শুক্রবার সিবিআই তাঁকে গ্রেফতার করেছে।

এদিন নিউ টাউনের রাজু সাহানির বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে খবর নিউ টাউনের বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এও জানা গিয়েছে, তাইল্যান্ডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাঁর।

সিবিআইয়ের দাবি, সনমার্গ চিটফান্ড সংস্থার অন্যতম সুবিধাভোগী এই রাজু সাহানি। এই তদন্তে দেখা গিয়েছে, সনমার্গের বিপুল পরিমাণ টাকা তৃণমূলের চেয়ারম্যানের কাছে এসেছিল। এদিন যে নগদ উদ্ধার হয়েছে সে ব্যাপারে সিবিআই অফিসারদের উৎস বলতে পারেননি রাজু। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়।

সিবিআই সূত্রে জানা যাচ্ছে, গত কয়েক বছরে তাইল্যান্ডের ওই অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা গিয়েছে। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে জানা যাচ্ছে, রাজু সাহানি এই টাকা কার কার কাছে দিতেন ইত্যাদি তথ্য খতিয়ে দেখা হবে।

সামগ্রিকভাবে সমস্ত চিটফান্ড মামলাকে এক জায়গায় করে তদন্ত করছে সিবিআই । একদিকে গরু ও কয়লা পাচার মামলায় দৌত্য শুরু করেছে সিবিআই ও ইডি। পাশাপাশি চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত ও ধরপাকড়। এদিন চিটফান্ড মামলার তদন্তেও নতুন করে গা ঝাড়া দিল সিবিআই।

Previous articleGobindra Chandra Naskar: প্রয়াত তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গোবিন্দ চন্দ্র নস্কর
Next articleNabanna: পঞ্চায়েতের কাজে দুর্নীতি বন্ধে বড় সিদ্ধান্ত নবান্নর, জেলা প্রশাসনের কর্তাদের উপরেই নজরদারির দায়িত্ব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here