দেশের সময়: স্কুল থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হল একাদশ শ্রেণির এক ছাত্রী। মারাত্মক জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার এলাকায়।
১৬ বছরের ওই ছাত্রীর কাঁধে গুলি লেগেছে। হাসপাতালের বেডে শুয়ে আহত ওই ছাত্রী পুলিশকে জানিয়েছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাইকে করে তিন যুবক তার পিছু নেয়। সে যখন সঙ্গম বিহারের বি ব্লকের কাছে চলে এসেছে, সেসময় তারা পিছন থেকে গুলি চালায়। গুলি চালিয়েই তারা বাইক নিয়ে পালিয়ে যায়। শরীরে গুলি লাগা মাত্রই রাস্তায় লুটিয়ে পড়ে ওই ছাত্রী।
দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার বিনীতা মেরি জাইকার জানিয়েছেন, অভিযুক্ত তিন যুবকের মধ্যে একজনকে ওই ছাত্রী চেনে বলে জানিয়েছে। ওই যুবক সোশ্যাল মিডিয়ায় ছাত্রীটির ফ্রেন্ড লিস্টে আছে। পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করেছে। তাদের গ্রেফতারের জন্য তল্লাশি চলছে।