Anubrata Mandal: ‘মেয়ে পাশ করেছে, চিন্তা নেই’,প্রথমবার মুখ খুললেন অনুব্রত

0
1369

দেশের সময়: মেয়ের পাশ করা আছে। চিন্তা নেই। সিবিআইয়ের হাতে গ্রেপ্তারের পর এই প্রথমবার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন অনুব্রত মণ্ডল।

বৃহস্পতিবার সকালে তাঁকে নিজাম প্যালেস থেকে শারীরিক পরীক্ষার জন্য আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পথেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেন অনুব্রত। বলেন, মেয়েকে হাইকোর্টে তলব করা হয়নি। নথি জমা দিতে বলা হয়েছে। এই প্রসঙ্গেই তাঁর বক্তব্য, মেয়ের পাশ করা আছে। মেয়েকে নিয়ে তাঁর চিন্তা নেই। মেয়ে ঠিক আছে। ভালো আছে। তবে ইদানীং তাঁর শরীর ভাল যাচ্ছে না।

তৃণমূল সুপ্রিমো তাঁর পক্ষ নিয়ে কথা বলেছেন, এই প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, ঠিকই করেছেন। জননেত্রীর মতো কথা বলেছেন। এদিকে, ভোরবেলায় বোলপুরের বাড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। সকাল সাড়ে আটটা নাগাদ তিনি বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গাড়িতে কলকাতার উদ্দেশে রওনা দেন। ইতিমধ্যেই তিনি কলকাতায় চিনার পার্কের বাড়িতে পৌঁছে গিয়েছেন। বিকেল তিনটের মধ্যে তাঁকে কলকাতা হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।

টেট সংক্রান্ত সমস্ত নথি জমা দিতে বলা হয়েছে আদালতে। চিনার পার্কের বাড়িতে ঢোকার সময় সুকন্যার হাতে বেশকিছু নথিপত্র ও ব্যাগ দেখা যায়। সুকন্যা ছাড়াও অনুব্রতর পাঁচ আত্মীয়কেও কাগজপত্র সহ হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। এদিন বাড়ি থেকে বেরনোর জন্য সুকন্যা মণ্ডল কোনও কথা বলেননি। চিনারপার্কের বাড়িতে ঢোকার সময়েও কিছু বলেননি। আলিপুর কমান্ড হাসপাতালে অনুব্রতর এক-দেড় ঘণ্টা শারীরিক পরীক্ষা চলবে বলে জানা গিয়েছে।

Previous articleSuicide : কলকাতার হেয়ার স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আত্মঘাতী
Next articleBangaon : বনগাঁর ইতিহাসকে ভুলতে দেবে না নতুন প্রজন্ম: দীপাঞ্জয় (আইনজীবী)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here