দেশের সময় ওয়েবডেস্কঃ গোটা দেশ জুড়েই আবহাওয়ার মেজাজে বদল চলছেই৷ কোথাও প্রবল বৃষ্টিতে ব্যতিব্যস্ত জনজীবন আবার কোথাও গরম হাওয়া ও চরম উষ্ণতায় নাজেহাল মানুষ ৷
অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ি ৮ জুন অর্থাৎ আজ সকাল থেকে কলকাতা মেঘের তলায় থাকলেও স্বস্তির ছিঁটেফোঁটাও পাবেন না৷ তাপমাত্রা সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস দেখালেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই প্রায় বেলা ১১ টা থেকে ফিল লাইক টেম্পারেচর ৪০ ডিগ্রি পেরোবে ৷
এদিকে দক্ষিণবঙ্গবাসী এবার উত্তরবঙ্গের কাছেই বৃষ্টি ধার চাইবে এমনটাই পরিস্থিতি৷ কারণ যেখানে দক্ষিণবঙ্গে এক এক জায়গায় বিক্ষিপ্ত , ছিঁটেফোঁটা বৃষ্টি দেখে মানুষ ভাবছেন এবার সাময়িক স্বস্তি হবে সেখানে উত্তরবঙ্গে বৃষ্টি প্রবল হচ্ছে ৷
নির্ধারিত সময়ের আগে ৩ জুনেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। গত শুক্রবার থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের একাধিক জেলা। অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল দশা দক্ষিণবঙ্গবাসীদের।
হাঁসফাঁস গরম থেকে মুক্তি পাওয়ার আশায় দিন গুনছেন যেন সকলে। আশার বাণী শোনালেও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, তিনদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
১০ জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসার হালকা সম্ভাবনা রয়েছে। তার জন্য এখনও আরও ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ৭২ ঘণ্টা পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও কলকাতা ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি কিন্তু হবে না। এর জন্য আরও ৪ থেকে ৫ দিন অর্থাৎ আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহারে। কলকাতায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ভ্যাপসা গরম বজায় থাকবে আরও কিছুদিন।
১১ থেকে ১২ জুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যেতে পারে৷ এবার অর্থাৎ ২০২২ এ এখনও অবধি ৩৪ টি হিটওয়েভের দিন দেখা গেছে৷ যা গত ১২ বছরে সবচেয়ে বেশি ৷