নীলাঞ্জনা হালদার , গোবরডাঙা : উত্তর ২৪ পরগনার গোবরডাঙার পরম্পরা সোসাইটির উদ্যোগে তিন দিনের সংগীত কর্মশালা অনুষ্ঠিত হল নিবেদিতা শিশুতীর্থে৷
২৯ মে রবিবার শেষ হলো পরম্পরার আয়োজনে তিন দিনের সংগীত কর্মশালা।সমগ্র অনুষ্ঠানটি পরম্পরার পরিচালক রাজু সরকারের পরিচালনায় সম্পূর্ণ হয়৷ এই কর্মশালায় অংশ নিয়েছিলেন বিভিন্ন মিউজিক স্কুলের ছাত্র-ছাত্রী৷ দেখুন ভিডিও:
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, আকাশবাণী কলকাতার সম্পাদক আশীষ গিরী, শ্রীখোল বাদক হরে কৃষ্ণ হালদার, তাল প্লেয়ার -মৃগনাভী চট্টপাধ্যায়, সংগীত শিল্পী দেবাদৃত চট্টপাধ্যায় , মানসী ঘোষদোস্তিদার, কৃষ্ণা মিত্র,অপর্ণা মন্ডল,শ্রী চ্যাটার্জী, অন্তরা চৌধুরী প্রমুখ৷
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয় নিবেদিতা শিশুতীর্থের সংগীত ও নৃত্যকলা ভবনের মহড়াকক্ষে।
২৭ মে শুক্রবার থেকে তিন দিনের কর্মশালায় মূলত বাংলা গানের সেকাল ও একাল নিয়ে যেমন আলোচনা হয়, পাশাপাশি শাস্ত্রীয় সংগীত, লোকসংগীত, তবলা, শ্রীখোল, পাখোয়াজ সহ কীর্ত্তনেরও প্রশিক্ষণের ব্যবস্থা ছিল৷
২৯ মে রবিবার সমাপনী দিনে কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে প্রশংসাপএ তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শংকর দত্ত এবং বিশিষ্ট চিত্র শিল্পী সৌমেন কর ও অন্যান্য বিশিষ্টজনেরা৷