Bangaon Road problem: মরণফাঁদ ! বনগাঁর দক্ষিণ ছয়ঘরিয়া পঞ্চায়েত এলাকায় বেহাল রাস্তা সংস্কারের দাবি গ্রামবাসীদের

0
894

অন্বেষা দাশগুপ্ত, বনগাঁ: প্রায় পাঁচটি গ্রামের মানুষের ভরসার রাস্তার সংস্কার হয়নি দীর্ঘদিন ৷ সেই রাস্তার বেহাল দশায় ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের ৷

প্রাণ হাতে করেই মানুষকে যাতায়াত করতে হচ্ছে । প্রশাসনকে বিষয়টি বারবার জানানো হয়েছে । কাজ হয়নি । তাই রাস্তা আর সংস্কার না হলে আগামী পঞ্চায়েত ভোটে তার বিরূপ প্রতিক্রিয়া পড়বে বলেও মনে করছেন দক্ষিণ ছয়ঘরিয়া গ্রামের বহু মানুষ । যদিও রাস্তা সংস্কার হবে পঞ্চায়েত ভোটের আগেই আশ্বাস দিয়েছেন এলাকার পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ ।

দক্ষিণ ছয়ঘরিয়া গ্রামের (Broken road at Bangaon) উপর দিয়ে যাওয়া রাস্তাটি শুধু ওই গ্রামের বাসিন্দারাই নন, ব্যবহার করেন কালিয়ানি, পীরোজপুর, খেদাপাড়া-সহ প্রায় ৫ টি গ্রামের মানুষ । এই ভগ্ন রাস্তায় দিনের আলোয় কোনওভাবে চলাচল করা গেলেও রাতে গ্রামবাসীদের জীবনের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায় । এ নিয়ে শাসকদল শুধু নয়, ক্ষোভ জমছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও । দেখুন ভিডিও :

এলাকার বাসিন্দা বাপী বিশ্বাস, শঙ্কর রায় জানান, “মমতাদিদিকে দেখে আমরা ভোট দিই। দিদি আমাদের এলাকার উন্নয়নের দিকে একটু নজর দিলে এলাকার কৃষি কাজে যুক্ত মানুষগুলো ভাল থাকবেন৷ এই রাস্তা দিয়েই স্কুল – কলেজের ছাত্র- ছাত্রীরা যাতায়াত করেন ৷

বহু বছর ধরে রাস্তার কোনও কাজই হয়নি । এই রাস্তা দিয়ে চলাচলই করা যায় না । অত্যন্ত খারাপ অবস্থা বনগাঁ শহরে যাওয়ার রাস্তার ।

রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ । তিনি বলেন, “রাস্তাটার অবস্থা সত্যিই খুব খারাপ ।বিভিন্ন সময়ে গিয়ে নিজে রাস্তার পরিস্থিতি দেখেছি । সেই সময় মানুষ আমার কাছে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছিলেন । রাস্তাটি সংস্কারের জন্য আমি যেখানে যা বলার বলেছি । আশা করি পঞ্চায়েত ভোটের আগেই গ্রামবাসীরা তাঁদের রাস্তা পেয়ে যাবেন ।”

Previous articleParody: ‘টুম্পা সোনা’র পর ‘পরেশ তো ফেঁসে গেছে’ বাংলার দুই মন্ত্রীকে বিঁধে সিপিআইএমের নতুন প্যারোডি, গান বাঁধলেন রাহুল-নীলাব্জ
Next articleRain Forecast : সন্ধ্যায় ধেয়ে আসবে কালবৈশাখী? শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here